img

Follow us on

Saturday, Jan 18, 2025

Bollywood Celebrities: অর্ধেক বলিউড লন্ডনে! লিস্ট বানালেন শাবানা আজমি

কোন কোন বলি তারকা লন্ডনে, একনজরে দেখে নিন...

img

বলিউড তারকা

  2022-07-06 18:13:57

মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেও বলিউড তারকা থেকে শুরু করে বাকি বিখ্যাত ব্যক্তিদের ছুটি কাটানোর একটিই জায়গা ছিল। সেটি হল মালদ্বীপ। আর বর্তমানে লন্ডন হয়ে উঠেছে সবার পছন্দের জায়গা, বিশেষ করে বলিউড তারকাদের। একগুচ্ছ বলিউড তারকা এখন লন্ডনে ছুটি কাটাচ্ছেন।

মনে করা হচ্ছে, মুম্বইয়ে প্রবল বৃষ্টির জেরে দেশ ছেড়ে প্রায় অর্ধেক বলিউড পৌঁছে গিয়েছে লন্ডনে। ছুটির মেজাজে রয়েছেন বলিপাড়ার প্রথম সারির তারকারা। এক্ষেত্রে ফ্যাশন ডিজাইনার রাও বাদ পড়েননি। তবে মজাদার বিষয় হল, কোন কোন বলিউড তারকারা লন্ডনে পৌঁছে গিয়েছেন ছুটি কাটাতে, তাঁদের একটি তালিকা বানিয়েছেন খোদ অভিনেত্রী শাবানা আজমি (Shabana Azmi)। নাম ধরে ধরে সেইসব তারকার লিস্ট বানিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। তিনি নিজেও লন্ডনে তাঁর স্বামীর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন।

আলিয়া ভাট থেকে শুরু করে মণীশ মালহোত্রা, করণ জোহর, সারা আলি খান, করিনা কাপুর খান, সইফ আলি খান, ঋদ্ধিমা কাপুর সাহানি, শাবানা আজমি, ফারহান আখতার সহ আরও অনেকেই লন্ডন ভ্রমণের ছবিও নেটমাধ্যমে শেয়ার করেছেন।  

গত সোমবার ইনস্টাগ্রামে লন্ডনের ন্যাশনাল গ্যালারির একটি ছবি শেয়ার করে ক্যাপশনে শাবানা লিখেছেন, ‘পুরো মুম্বই উঠে এসেছে লন্ডনে। মণীশ মালহোত্রা, রাম এবং অমিতা মাধওয়ানি, পরিবারের সঙ্গে শাহিদ কাপুর, শিবানী এবং ফারহান আখতার, দীপক পারেখ, অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নু, নন্দিতা দাস, কঙ্কনা সেন এবং কলকাতা থেকে অপর্ণা সেন, এবং অবশ্যই আপনাদের জাভেদ আখতারও!!’

তবে শাবানার তালিকায় বাদ পড়েছে আরও কয়েকজনের নাম। যাঁরাও কিনা এইমুহূর্তে লন্ডনে মজার সঙ্গে ছুটি কাটাচ্ছেন। তাঁরা হলেন সইফ-করিনা, করিশ্মা কাপুর, অমৃতা অরোরা, সারা আলি খান, দীপিকা পাড়ুকোন। প্রসঙ্গত এদিকে ‘রকি অউর রানি’র শ্যুটের জন্য লন্ডনে রয়েছেন করণ জোহর, রণবীর সিং ও আলিয়া ভাট। রণবীর কাপুরও কয়েকদিনের মধ্যে পৌঁছে যাবেন আলিয়ার সঙ্গে ছুটি কাটাতে। আবার এই তালিকায় অক্ষয় কুমার এবং টুইঙ্কেল খান্না, সোনম কাপুর ও আনন্দ আহুজাও রয়েছেন। একনজরে দেখে নিন, বলিউড তারকাদের লন্ডনে ঘোরার কিছু ছবি।

 

Tags:

Entertainment news

Bollywood

London

Karan Johar

Alia Bhatt

Shabana Azmi

Bollywood Celebrities

Vacation

Ranveer Singh

Deepika Padukone

Karishma Kapoor

Kareena Kapoor


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর