img

Follow us on

Sunday, Jan 19, 2025

Me too: বলিউডের পর আবার টলিউডেও 'মি টু' ঝড়, অভিযুক্ত উঠতি পরিচালক

সুকন্যার করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক। 

img

বাপ্পা-সুকন্যা

  2022-10-17 12:57:35

মাধ্যম নিউজ ডেস্ক: বলিউডে ফের নতুন করে মাথা চাড়া দিয়েছে 'মি টু' (Me Too)। অভিনেত্রী শার্লিন চোপড়া এবং গায়িকা সোনা মহাপাত্র নির্দেশক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। এবার সেরকমই কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল টলিপাড়ার উঠতি পরিচালক বাপ্পার বিরুদ্ধেও। অভিযোগ করেছেন বাংলা সিরিয়ালের চেনা মুখ সুকন্যা দত্ত (Sukanya Dutta)। সুকন্যার অভিযোগ, পরিচালক বাপ্পা (Director Bappa) তাঁকে প্রস্তাব দেন, তাঁর ছবিতে অভিনয় করতে গেলে বোল্ড সিনের ওয়ার্কশপ করতে হবে। ফেসবুকে পোস্ট করে অভিযোগ করেছেন তিনি। 

অভিনেত্রী ফেসবুকে অভিযোগ করেছেন, বাপ্পা তাঁকে নিজে থেকে ফেসবুকে মেসেজ পাঠিয়ে কাজের প্রস্তাব দেন। এরপর দেখা করার কথা বলেন। সুকন্যার দাবি, বাপ্পা তাঁকে বোল্ড সিনের ওয়ার্কশপ করার কথা বলেন। সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরেও নানান ভাবে যৌন ইঙ্গিতবাহী কথা বলতে থাকেন। তিনি ফেসবুকে এও লেখেন, যে তিনি বুঝতে পারছেন না বাপ্পা সিনেমা বানাবেন নাকি পর্ন ফিল্ম! বিষয়টি সামনে আসতেই আরও একবার উত্তাল টলিউড। 

আরও পড়ুন : এবার কেষ্টকন্যা সুকন্যাকে দিল্লিতে তলব ইডির

সংবাদমাধ্যমকে সুকন্যা বলেন, “উনি অনেক বারই আমায় বাইরে দেখা করতে বলেছেন। আমারও অভিনয়ের ইচ্ছে ছিল। সেই জন্য আমি এক দিন ওঁর স্টুডিয়োর বাইরে দেখা করি। স্বল্প দৈর্ঘ্যের ছবি নিয়ে আলোচনার পর আমায় স্কুটি করে গলির মোড় পর্যন্ত পৌঁছে দেন। শুধু তাই নয়, ঘনিষ্ঠ এবং যৌনদৃশ্যে অভিনয়ের মহড়া দেওয়ার দাবি জানান পরিচালক। হয়তো সেটা উনি অনেকের সঙ্গে আলোচনাও করেছিলেন। কারণ বৃহস্পতিবার সে কথা উল্লেখ করে অনেকে নানা ইঙ্গিতে আমার সঙ্গে রসিকতা শুরু করেন। তখনই আমার মনে হল, আমার সঙ্গে যা ঘটেছে, তা সকলকে জানানো উচিত।”

বিষয়টিতে সাময়িক মৌনতা বজায় রাখলেও, শনিবার রাতে নিজের সপক্ষে যুক্তি দিয়ে পাল্টা একটি ফেসবুক পোস্ট করেন 'শহরের উপকথা'- খ্যাত পরিচালক বাপ্পা। ‘অল বেঙ্গল মেল ফোরাম’-এর শ্রীমতী নন্দিনী ভট্টাচার্যই তাঁকে এই পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন বাপ্পা। সুকন্যার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন তিনি। 



তাঁর বক্তব্য, ইন্ডাস্ট্রিতে তিনিও নতুন কাজ শুরু করেছেন। আর শুরুতেই যদি এমনটা হয়, তা হলে তো বেজায় মুশকিল। শনিবার নিজের বক্তব্য স্পষ্ট করে দিলেন পরিচালক। সঙ্গে পোস্ট করলেন সুকন্যার সঙ্গে তাঁর কথোপকথনের বেশ কিছু স্ক্রিনশটও। পরিচালক বলেন, “আমি ভেবেছিলাম চুপ থাকব। এই সব বিষয়ে মন্তব্য করার ইচ্ছা ছিল না। কিন্তু শেষ কয়েক দিন ধরে যা শুরু হয়েছে, তাতে চুপ থাকতে পারলাম না। ‘অল বেঙ্গল মেল ফোরাম’-এ অভিযোগ জানিয়েছি। তাঁরা যথাযথ পদক্ষেপ করবে। এ ছাড়া স্থানীয় থানায়ও অভিযোগ জানাব।” সুকন্যার করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

 

Tags:

Me too

Director Bappa

Sukanya Dutta

Sexual Harassment