ভাইয়ের প্রশংসায় ট্যুইট রাজামৌলীর
এম এম কিরাবানি।
মাধ্যম নিউজ ডেস্ক: দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী পাচ্ছেন এম এম কিরাবানি। একদিকে যখন ‘নাটু নাটু’ নিয়ে সারা পৃথিবী উত্তাল, ঠিক তখনই দেশের মাটিতেই বড় সম্মান পেলেন এই গানের সঙ্গীত পরিচালক। গত কয়েক মাস ধরে দক্ষিণের এই সুরকার বারবার শিরোনাম দখল করেছেন। এর আগেও যুগান্তকারী সুর দিয়েছেন, গান বানিয়েছেন তিনি। কিন্তু এস এস রাজামৌলীর ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’র সৃষ্টির পর নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। একের পর এক সম্মান পাচ্ছেন তিনি। সারা বিশ্বে তাঁর এই গান সকলের মন কেড়েছে।
Much honoured by the civilian award from the Govt of India 🙏 Respect for my parents and all of my mentors from Kavitapu Seethanna garu to Kuppala Bulliswamy Naidu garu on this occasion 🙏
— mmkeeravaani (@mmkeeravaani) January 25, 2023
পুরো নাম কদুরি মরকঠমণি কিরবানি। ১৯৬১ সালে অন্ধ্রপ্রদেশের কোভভুর শহরে জন্ম এই শিল্পীর। সুরকার হিসাবে দীর্ঘ দিন দক্ষিণ ভারতের সিনেমায় কাজ করছেন তিনি। এর পাশাপাশি গায়কের ভূমিকাতেও তাঁকে দেখা গিয়েছে। সঙ্গীত রচয়িতা, প্লেব্যাক সিঙ্গার এবং গীতিকার যিনি প্রধানত তেলুগু সিনেমায় কাজ করেছেন। তবে তিনি তামিল, মালয়ালাম, কন্নড় এবং হিন্দি সিনেমার জন্যও গান তৈরি করেছেন। প্রায় তিন দশকের পেশা জীবনে কিরাবাণী বিভিন্ন ভাষায় ১৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন।
Like many of your fans feel, this recognition indeed was long over due.
— rajamouli ss (@ssrajamouli) January 26, 2023
But, as you say the universe has a strange way of rewarding one's efforts.
If I can talk back to universe, I would say
Konchem gap ivvamma. okati poorthigaa enjoy chesaaka inkoti ivvu. 🥰 pic.twitter.com/JSNnivpRNq
২০১৫ সালে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ থেকে শুরু করে ২০১৭-র ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ এবং ২০২২-এর ‘আরআরআর’-এ খুড়তুতো ভাই এস এস রাজামৌলীর সঙ্গে গাঁটছড়া বেঁধে সবথেকে বেশি স্বীকৃতি অর্জন করেছেন। রাজামৌলীও এদিন ট্যুইট করে তাঁর এই সম্মানকে শ্রদ্ধা জানান। রাজামৌলীর স্ত্রী রামা রাজামৌলীর বোন শ্রীভল্লিকেই বিয়ে করেছেন কিরাবানি। শ্রীভল্লি নিজে একজন সফল প্রযোজক। তাঁদের ছেলে কালা ভৈরবও সঙ্গীত জগতেই পা রেখেছেন। কাজ করেছেন বাবার সঙ্গে।
আরও পড়ুুন: মুখোমুখি জেরায় একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানালেন তাপস-কুন্তল, একে অপরকে দোষারোপ
কিরবানি ১৯৯৭ সালে তেলুগু চলচ্চিত্র ‘অন্নময়’-এর জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ১১টি নন্দী পুরস্কার, ১টি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার ও ৮টি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন। ২০২৩ সালের পদ্মসম্মানের তালিকায় তিনি ছাড়াও রয়েছেন রবিনা ট্যান্ডন। তিনিও পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। এছাড়া রয়েছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী জাকির হুসেন। তিনি পেয়েছেন পদ্ম বিভূষণ সম্মান।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।