img

Follow us on

Sunday, Jan 19, 2025

Rhea Chakraborty: গাঁজা কিনে সুশান্তের কাছে পৌঁছে দিতেন রিয়া চক্রবর্তী! চার্জশিটে দাবি এনসিবি-র

দোষী প্রমাণ হলেই রিয়ার হতে পারে ১০ বছরের বেশি কারাদন্ড।

img

রিয়া চক্রবর্তী

  2022-07-14 14:00:40

মাধ্যম নিউজ ডেস্ক: স্বস্তি নেই রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty )। ফের বিপাকে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) বান্ধবী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার সঙ্গে যুক্ত মাদক মামলায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নামে চার্জশিট জমা দিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau )। বুধবার তাঁর বিরুদ্ধে চার্জশিট ফাইল করে এনসিবি (NCB)। তাঁর বিরুদ্ধে গাঁজা কেনার অভিযোগ আনা হয়েছে। এই মামলায় রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীরও (Showik Chakraborty) নাম রয়েছে। রিয়া ছাড়াও চার্জশিটে নাম রয়েছে আরও ৩৪ জনের৷

আরও পড়ুন: বলিউড মাদক মামলায় এনসিবির খসড়া চার্জশিটে উঠল রিয়া, সৌভিকের নাম

বুধবার সুশান্ত সিং-এর রহস্য মৃত্যু মামলায় বিশেষ কোর্টের কাছে একটি খসড়া জমা দেয় এনসিবি। সেখানে বলা হয়, ২০২০-র মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত অভিযুক্তরা গাঁজা কিনত, এর সঙ্গে সঙ্গে বণ্টন, বিক্রি ও পাচার করত বলিউডের (Bollywood) বিভিন্ন হাই-প্রোফাইল পার্টিতে। এনসিবির ড্রাফ্ট চার্জে দাবি করা হয়েছে যে, রিয়া চক্রবর্তী অভিযুক্ত স্যামুয়েল মিরান্ডা (Samuel Miranda), ভাই শৌভিক (Showik), দীপেশ সাওয়ান্ত (Dipesh Sawant) এবং অন্যান্যদের থেকে ‘গাঁজা’-র অনেক ডেলিভারি নিয়েছেন এবং তা নিয়ে সুশান্তকে দিয়েছেন। মার্চ ২০২০ থেকে সেপ্টেম্বর ২০২০-র মধ্যে এঁদেরকে টাকা দেওয়ারও অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল। এরপরেই রিয়া-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছিল সুশান্তের পরিবার। পরে মাদক মামলায় গ্রেফতার করা হয় রিয়াকে। প্রায় এক মাস জেলে কাটিয়েছিলেন রিয়া। রিয়ার ভাই শৌভিককেও মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। পরে যদিও দুজনই জামিনে ছাড়া পেয়ে যান।

আরও পড়ুন: ঠিক কী অবস্থায় দাঁড়িয়ে সুশান্তের মৃত্যু তদন্ত?

এবারে আবার রিয়া ও তাঁর ভাই শৌভিকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, নিয়মিত মাদক পাচারকারীদের সঙ্গে যোগাযোগ রাখার জন্যে ও তাঁদের থেকে গাঁজা কিনে সুশান্ত সিং রাজপুতকে দেওয়ার জন্যে। অভিযোগ প্রমাণিত হলে রিয়ার ১০ থেকে ২০ বছরের জেল হতে পারে।

 

Tags:

Narcotics Control Bureau

Sushant Singh Rajput

Rhea Chakraborty

Showik Chakraborty

Bollywood Drug case

Sushant Singh Rajput Drug Case

Drug Case


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর