ইতিমধ্যে ওই ব্যক্তি জোম্যাটোর (Zomato) তরফ থেকে Biggest Foddie তকমাও পেয়েছেন
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: একটা গোটা বছরে আপনি কত টাকার খাবার খেতে পারেন ? প্রতিমাসে নিশ্চয় দু লক্ষ টাকার বেশি খাবার খেতে পারবেন না। সম্প্রতি জোম্যাটো (Zomato) সূত্রে জানা গেছে ২০২২ সালে পুণের এক ব্যক্তি ২৮ লক্ষ টাকার খাবার অর্ডার করিয়েছেন। জোম্যাটো (Zomato) তা শেয়ার করেছে নিজেদের ইনস্টাগ্রামে। ইতিমধ্যে ওই ব্যক্তি জোম্যাটোর (Zomato) তরফ থেকে Biggest Foddie তকমাও পেয়েছেন। ওই ব্যক্তি ২০২২ সালে মোট খাবার অর্ডার করিয়েছেন ২৮ লক্ষ ৫৯ হাজার ৬১১ টাকার। জোম্যাটো ইতিমধ্যে তাদের এই সব থেকে দামী গ্রাহকের কথা পোস্ট করেছে নিজেদের ইনস্টাগ্রামে।
অন্য আরেকটি পোস্টে জোম্যাটো (Zomato) ধন্যবাদ জানিয়েছে রাহুল নামের এক জনৈক ব্যক্তিকে, যিনি কিনা ২০২২ সালে মোট ১০৯৮ টি কেকের অর্ডার করিয়েছেন। আবার টিনা নামের এক মহিলা ২৫০০০ টাকার উপর পিজা অর্ডার করিয়েছেন বলে জোম্যাটো (Zomato) সূত্রে জানা গেছে। তাঁকেও নিজেদের ইনস্টাগ্রাম থেকে ধন্যবাদ জানিয়েছে জোম্যাটো।
অনলাইনে অর্ডার করাতে করাতে আপনি যদি ভাবেন যে আপনি বাড়ির খাবারের থেকে বেশি অনলাইনে অর্ডার করা খাবার খাচ্ছেন তাহলে আপনাদেরকে জানতে হবে দিল্লির জনৈক অঙ্কুরের কথা, যে ২০২২ সালে ৩৩০০টিরও বেশি অর্ডার খাবার করিয়েছে জোম্যাটো (Zomato) থেকে।
প্রতিদিন ৯ টিরও বেশি খাবার অর্ডার করেছে দিল্লির অঙ্কুর। অর্ডার করা খাবার সময় মত পৌঁছানোর জন্য জোম্যাটোকে (Zomato) ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন গ্রাহক। যেমন গুজরাটের যশ নামে একজন গ্রাহক ধন্যবাদ জানিয়েছেন এই সংস্থাকে, সময়মত খাবার পৌঁছে দেওয়ার জন্য। অন্যদিকে বিরিয়ানি বিক্রিতে রেকর্ড তৈরি করেছে সুইগি। তাদের পরিসংখ্যান বলছে যে সব থেকে বেশি অর্ডার হয় বিরিয়ানি। প্রতি মিনিটে গড়ে প্রায় ১৩৭ প্লেট বিরিয়ানি অর্ডার হয় জনপ্রিয় এই অ্যাপস থেকে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।