Atal Bihari Vajpayee Biopic: অটলজির ভূমিকায় কেমন দেখাচ্ছে পঙ্কজ ত্রিপাঠিকে, দেখুন প্রথম ঝলক...
অটল বিহারী বাজপেয়ী রূপে পঙ্কজ ত্রিপাঠি
মাধ্যম নিউজ ডেস্ক: আজ দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৮তম জন্মজয়ন্তী। এই বিশেষ দিনে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এবারে এই বিশেষ দিনে অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানিয়ে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিও এক বড় খবর দিলেন। তিনিই হতে চলেছেন পর্দার অটল বিহারী বাজপেয়ী। প্রকাশ্যে আনলেন তাঁর প্রথম লুক। বড়পর্দায় উঠে আসবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জীবনকাহিনী (Atal Bihari Vajpayee Biopic)। আর এই খবর আগেই শোনা গিয়েছিল। তবে আসল চমক পাওয়া গেল রবিবার। প্রকাশ্যে এল ‘ম্যায় অটল হুঁ’ (Main Atal Hoon) সিনেমার ফার্স্ট লুক। আর তাতেই চমকে দিলেন পঙ্কজ ত্রিপাঠি।
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিলেন ভারতের বিখ্যাত নেতাদের একজন। তিনি বিশ্বজুড়ে আলোচনায় ছিলেন। রাজনৈতিক জীবন ছাড়াও , অটল বিহারী বাজপেয়ীর ব্যক্তিগত জীবন এবং সংগ্রাম তাঁর ভক্তদের সবসময় অনুপ্রাণিত করে। আর এবার দেশের প্রবীণ প্রধানমন্ত্রীর জীবনকাহিনী (Atal Bihari Vajpayee Biopic) দেখা যাবে বড়পর্দায়। আর এই বিষয়টি তাঁর জন্মদিনেই প্রকাশ্যে আনা হল। সিনেমার নাম ‘ম্যায় অটল হুঁ’।
ভানুশালী স্টুডিওস লিমিটেড এবং লিজেন্ড স্টুডিও তাদের আগামী ছবি ‘ম্যায় অটল হুঁ’-র প্রথম লুক প্রকাশ্যে এনেছে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে। প্রযোজনা সংস্থার পাশাপাশি তিনিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর নতুন রূপ। ক্যাপশনে লিখেছেন, “না কভি কহি ডগমগায়া, না কভি কহি শর ঝুঁকায়া, ম্যায় এক অনোখা বল হুঁ, ম্যায় অটল হুঁ।” তিনি আরও লিখেছেন, “আমি জানি যে 'অটল' জি'র ব্যক্তিত্ব পর্দায় ফুটিয়ে তোলার জন্য আমার ব্যক্তিত্বের সংযম নিয়ে কাজ করা প্রয়োজন। আমার দৃঢ় বিশ্বাস যে, আমি নয়া উদ্যম এবং মনোবলের ভিত্তিতে আমার নতুন ভূমিকার প্রতি সুবিচার করতে সক্ষম হব।”
প্রসঙ্গত, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর বায়োপিকটি পরিচালনা করছেন জাতীয় পুরস্কার জয়ী রবী যাদব। আগামী বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা এই সিনেমাটি। পঙ্কজ ত্রিপাঠি তাঁর ট্যুইটারেও তাঁর অনেক লুক প্রকাশ্যে এনেছেন। অটল বিহারী বাজপেয়ীর লুকে ভারতবাসীর নজর কেড়েছেন পঙ্কজ ত্রিপাঠি।
#ShriAtalBihariVajpayee जी के व्यक्तित्व को पर्दे पर साकार करने के लिए मुझे संयम से मेरे व्यक्तिमत्व पर काम करना जरूरी है, यह मैं जानता हूँ। स्फूर्ति और मनोबल के आधार से मैं नई भूमिका को न्याय दे सकूंगा यह अटल विश्वास मुझे है। #MainAtalHoon सिनेमाघरों में, दिसंबर २०२३। pic.twitter.com/2iwfDoZMD9
— पंकज त्रिपाठी (@TripathiiPankaj) December 25, 2022