img

Follow us on

Saturday, Jan 18, 2025

Pathaan: এবার কী পাঠান ২! কী ইঙ্গিত দিলেন কিং খান?

সাংবাদিক সম্মেলনেই  উঠল পাঠান ২ -এর প্রসঙ্গ! কীভাবে উঠল?

img

পাঠান ছবির একটি পোস্টার

  2023-01-31 15:45:55

মাধ্যম নিউজ ডেস্ক: ব্যাপক সাফল্যের পরে গতকালই সাংবাদিকের মুখোমুখি হয়  টিম পাঠান (Pathaan)। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম ও সিদ্ধার্থ আনন্দ সমেত অন্যান্যরাও উপস্থিত ছিলেন এই সাংবাদিক বৈঠকে। ইতিমধ্যে ৫০০ কোটির ক্লাবের সদস্য হয়েছে পাঠান। সাংবাদিকদের প্রশ্নের উত্তর খোলামেলাভাবেই দিতে দেখা গেল কিং খানকে। 

পাঠান ২ (Pathaan) এর বিষয়ে কী বললেন কিং খান?                                                                                                                                                                                

সাংবাদিক সম্মেলনেই  উঠল পাঠান ২ (Pathaan) -এর প্রসঙ্গ! কীভাবে উঠল? সাংবাদিক সম্মেলনে শাহরুখ খান বলেন, পাঠান ২ (Pathaan)-এর জন্য আমার চুল কোমর পর্যন্ত লম্বা করতে রাজি আছি! এতেই শুরু হয়েছে নতুন জল্পনা। তিনি আরও বলেন, পাঠান ২ ভালই হবে, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব, যাতে এই সিনেমাকে সুপারহিট করা যায়। পাঠান ২ হিট হলে তা  আমার কাছে সম্মানের হবে।

এতেই বেড়েছে জল্পনা! তবে কী খুব তাড়াতাড়ি আসছে পাঠান ২? দর্শকদের মনে জাগছে কৌতূহল। কিন্তু এর বেশি আর মুখ খোলেননি কিং খান।

নিজের মন খারাপ হলে কী করেন শাহরুখ খান

সিনেমার বাইরেও সাংবাদিকরা নানা প্রশ্ন করেন এদিন কিং খানকে। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, আপনি সবার মন ভাল রাখেন, কিন্তু আপনার মন খারাপ হলে কী করেন? শাহরুখ উত্তর দেন, আমারও সবদিন সমান যায়না, মন খারাপ হলেই আমি ভালোবাসার মানুষদের কাছে চলে যাই। ব্যালকনিতে চলে আসি। ব্যালকনির টিকিট আমার সবসময়ের জন্য কাটা থাকে। তাঁর এমন কথা শুনে হাসির রোল ওঠে সাংবাদিক সম্মেলনে।

 

       

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Tags:

Pathaan


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর