img

Follow us on

Saturday, Jan 18, 2025

Ponniyin Selvan: ইতিহাস বিকৃতি, মণি রত্নম এবং বিক্রমকে আইনি নোটিস

গত সপ্তাহেই পন্নিইন সেলভান ছবিটির টিজার মুক্তি পেয়েছে।

img

মণি রত্নম-বিক্রম

  2022-07-19 16:26:53

মাধ্যম নিউজ ডেস্ক: এবার আইনি বিপাকে দক্ষিণী পরিচালক মণি রত্নম (Mani Ratnam) এবং দক্ষিণী অভিনেতা বিক্রম (Vikram)। চোল ইতিহাসকে বিকৃত করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। মনিরত্নমের আপকামিং ছবি 'পন্নিইন সেলভান' (Ponniyin Selvan) মূলত চোল রাজাদের গল্প। আর ছবিতে এই চোল রাজাদের অপমান করারই অভিযোগ উঠেছে এই দুই তারকার বিরুদ্ধে। দুই দক্ষিণী সুপারস্টারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সেলভাম নামের চেন্নাইয়ের এক আইনজীবী। আইনজীবীর দাবি, ছবির টিজারে দেখানো হয়েছে, চোল রাজা আদিত্য কারিকালান কপালে তিলক কেটেছেন। কিন্তু কোনওদিনই নিজের কপালে তিলক কাটেননি ওই চোল রাজা। ওই চোল রাজার চরিত্রে অভিনয় করছেন বিক্রম।  

আরও পড়ুন: দীর্ঘ ২০ বছর সম্পর্কের পরিণতি! বিয়ে করলেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক

ছবির টিজারে বিক্রমের কপালে কেন তিলক রয়েছে? সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবী। তাঁর দাবি, এইসব মনগড়া ইতিহাস দেখে চোল রাজাদের বিরুদ্ধে ভুল ধারণা তৈরি হবে দেশের আম জনতার মধ্যে। এর জেরে ইতিহাস বিকৃত হবে বলেও দাবি করেছেন তিনি। সেই সম্ভবনাকে রুখতেই এই মামলা করেছেন বলে জানিয়েছেন সেই আইনজীবী। সিনেমাটি রিলিজের আগে একটি বিশেষ স্ক্রিনিং-এর দাবি জানিয়েছেন। তিনি স্বচক্ষে তিনি দেখে নিতে চান যে, ছবিতে চোল রাজাদের ইতিহাসকে আর কোনওভাবে বিকৃত করা হচ্ছে কিনা। ইতিমধ্যেই মণি রত্নম এবং বিক্রমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তবে পরিচালক বা অভিনেতা কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি ।

আরও পড়ুন: ফের মা হতে চলেছেন করিনা? জল্পনা তুঙ্গে 

গত সপ্তাহেই পন্নিইন সেলভান ছবিটির টিজার মুক্তি পেয়েছে। সিনেমাটি দুটি ভাগে মুক্তি পাবে বলে আগেই জানিয়েছিল প্রযোজনা সংস্থা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রথম ভাগ রিলিজ করার কথা। তামিল, তেলুগু, মালায়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে এই ছবি। কাল্কি কৃষ্ণমূর্তির (Amarar Kalki)উপন্যাসর থেকে অনুপ্রাণিত হয়েই এই ছবি তৈরি করেছেন পরিচালক। সিনেমাটিতে অভিনয় করছেন ঐশর্য্য রাই, কার্থি, তৃষা, জয়ম রবি, প্রভু, শরথ কুমার, প্রকাশ রাজ, লাল, কিশোর এবং সবিতা ধুলিপালা। 

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবিতে ঐশর্য্যের (Aishwarya Rai Bachchan)'লুক'। আর তারপর থেকেই চর্চা চলছে এই ছবি নিয়ে। প্রাক্তন বিশ্বসুন্দরীকে চার বছর পর রূপালি পর্দায় দেখতে উদগ্রীব ভক্তরা। লাল শাড়ির সঙ্গে ভারী গয়না পরে রাজনন্দিনীর বেশে তিনি। কপালে ছোট্ট টিপ, সঙ্গে কোঁকড়ানো চুল। অপরূপ সুন্দরী দেখাচ্ছে বচ্চন বধূকে। যদিও ছবিতে তারঁ চরিত্র নেগেটিভ। তাই ছবির ক্যাপশনে নির্মাতারা লিখেছেন, "হিংস্ররাও এত সুন্দর হয়!" 

বহুদিন ধরেই এই উপন্যাস নিয়ে ছবি বানাতে চাইছেন বহু পরিচালক। মণি রত্নমও এই ছবিটি বানানোর জন্যে বহুদিন ধরে অপেক্ষা করেছেন। অবশেষে সেই ছবি তৈরি হলেও, এখন তা আইনি জটিলতার সামনে।  

 

Tags:

Aishwarya Rai Bachchan

Ponniyin Selvan

Mani Ratnam

Amarar Kalki


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর