img

Follow us on

Friday, Nov 22, 2024

Pankaj Udhas Demise: ৭২ বছরে প্রয়াত কিংবদন্তী গজল গায়ক পঙ্কজ উধাস

গজল গায়ক পঙ্কজ উধাসের জীবনাবসান...

img

প্রয়াত গজল গায়ক পঙ্কজ উদাস (সংগৃহীত ছবি)

  2024-02-26 17:02:19

মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষীয়ান গজল গায়ক পঙ্কজ উধাস প্রয়াত হলেন ৭২ বছর বয়সে। পদ্মশ্রী প্রাপক এই গায়কের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তাঁর পরিবার। গায়কের কন্যা নায়াব নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে জানান, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তাঁর বাবা। হিন্দি সিনেমা এবং ইন্ডি-পপের জগতে তাঁর অবদান ভোলার নয়। তাঁর প্রয়াণ সঙ্গীতের জগতে নক্ষত্রপতন।

পরিবারের তরফে দেওয়া বিবৃতি

পরিবারের তরফে যে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে, তাতে লেখা, ‘‘খুব ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি, ২৬ ফেব্রুয়ারি দীর্ঘ অসুস্থতার কারণে পদ্মশ্রীপ্রাপ্ত পঙ্কজ উধাসের (Ghazal singer Pankaj Udhas) মৃত্যু হয়েছে।’’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nayaab Udhas (@nayaabudhas)

না ফেরার দেশে উধাস, আবেগপ্রবণ পোস্ট সোনু নিগমের

গোটা বলিউড ইন্ডাস্ট্রির কাছে এই দুসংবাদ এসে পৌঁছেছে আচমকাই। শোকস্তব্ধ হয়েছে গানের জগৎ। গায়ক সোনু নিগম নিজের শোকবার্তা জানিয়েছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সোনু নিগম এক আবেগপ্রবণ পোস্ট করেন। তিনি লেখেন, ‘‘আমার শৈশবের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আজ হারিয়ে গিয়েছে। শ্রী পঙ্কজ উধাসজি (Ghazal singer Pankaj Udhas), আমি আপনাকে চিরকাল মনে রেখে দেব। আপনি আর নেই, আমার মন মানছে না। ওম শান্তি।’’

চার দশকেরও বেশি সময় মাতিয়েছেন বলিউড

৪০ বছরেরও বেশি সময় বলিউড মাতিয়েছেন গজল গায়ক পঙ্কজ উধাস (Ghazal singer Pankaj Udhas)। হিন্দি ছবির গান গেয়ে তিনি মুগ্ধ করেছেন তাঁর ভক্তদের। ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’—  এসমস্ত গান যেন আজও নতুন লাগে তাঁর ভক্তদের। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তাঁর।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Renowned Ghazal singer Pankaj Udhas

Pankaj Udhas dies


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর