img

Follow us on

Saturday, Jan 18, 2025

RRR: 'আরআরআর' সিনেমা কোন আন্তর্জাতিক পুরস্কার জিতল জানেন ?

রাজামৌলির সিনেমা আলোড়ন ফেলবে না এমনটা হয় নাকি!

img

পুরস্কার হাতে রাজামৌলি

  2023-01-16 21:31:03

মাধ্যম নিউজ ডেস্ক: রাজামৌলির সিনেমা আলোড়ন ফেলবে না এমনটা হয় নাকি! বাহুবলির পরিচালকের তৈরি সিনেমা RRR- এর সংগ্রহে এলো এবার আন্তর্জাতিক পুরস্কার।

কোন আন্তর্জাতিক পুরস্কার জিতল RRR
  

ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগে  (Best Foreign Language Film) ক্রিটিক চয়েজ অ্যাওয়ার্ড পুরস্কার পেল। অর্থাৎ ভারতীয় ছবি হিসেবে এটি আন্তর্জাতিক পুরস্কার জিতলো। সোশ্যাল মিডিয়াতে এই পুরস্কার নেওয়ার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। পুরস্কার নেওয়ার মুহূর্তের ছবিতে দেখা যাচ্ছে রাজামৌলি আর ছবির নায়ককে। তাঁরা নিজে হাতে এই আন্তর্জাতিক পুরস্কার নিচ্ছেন।  ক্রিটিক চয়েজ অ্যাওয়ার্ড আনুষ্ঠানিকভাবে ট্যুইট করেছে এটি।

এই ছবির গান নাটুনাটু ইতিমধ্যেই জিতে নিয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কার। প্রথম কোনও ভারতীয় ছবির গান গোল্ডেন গ্লোব পুরস্কার জিতল। এই বিভাগে বেস্ট অরিজিনাল সঙ্গ (Best Original Song) এর পুরস্কারও জিতেছে এই গান। প্রসঙ্গত মুক্তির এক বছরের মধ্যে ৩০টিরও বেশি আন্তর্জাতিক পেয়েছে এই ছবি। মোট ৩৩টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত এই দক্ষিণী সিনেমা। এদিনের আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তির মুহুর্তকে নিজেদের ট্যুইটার আকাউন্ট থেকে পোস্ট করেছে টিম RRR.

<

এই ছবিতে মুখ্যভূমিকা রাজুর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে রামচরণকে এবং ভীমের চরিত্রে অভিনয় করছেন করেছেন জুনিয়ার এনটিআর, ব্যাপক জনপ্রিয় এই ছবিতে আলিয়া ভাট,অজয় দেবগন, শ্রেয়া সরনের উপস্থিতিও রয়েছে। দুই বিদেশি অভিনেতা স্টিভেনশন এবং অ্যালিসনকেও দেখা গেছে এই ছবিতে।

আরও পড়ুন: কলেজিয়ামে সরকারি প্রতিনিধি রাখতে চায় কেন্দ্র, প্রধান বিচারপতিকে চিঠি রিজিজুর

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

RRR


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর