img

Follow us on

Thursday, Jan 16, 2025

Saif Ali Khan: নিজের বাড়িতেই ছুরি দিয়ে কোপানো হল অভিনেতা সইফ আলি খানকে, ভর্তি হাসপাতালে

Lilavati Hospital: বুধবার রাত ২টো নাগাদ সইফের বাড়িতে আক্রমণ চালায় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী, অভিনেতাকে ৬ বার ছুরি দিয়ে কোপানো হয়...

img

সইফ আলি খান (সংগৃহীত ছবি)

  2025-01-16 10:00:16

মাধ্যম নিউজ ডেস্ক: নিজের বাড়িতেই ধারালো ছুরি দিয়ে কোপানো হল বলিউড অভিনেতা সইফ আলি খানকে (Saif Ali Khan)। জখম অভিনেতাকে হাসপাতালে (Lilavati Hospital) ভর্তি করানো হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বুধবার রাত ২টো নাগাদ সইফের বাড়িতে আক্রমণ চালায় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ডাকাতির উদ্দেশ্যেই এই দুষ্কৃতী হানা দিয়েছিল বলে মনে করছে পুলিশ। তারপরে ওই দুষ্কৃতী অভিনেতা সইফকে ছুরি দিয়ে কোপায় বলে অভিযোগ। এরপরেই জখম অভিনেতাকে ভর্তি করা হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে।

কীভাবে হামলা

প্রসঙ্গত, মুম্বইয়ের বান্দ্রায় যে আবাসনে অভিনেতা (Saif Ali Khan) থাকেন, সেটির নাম ‘সৎগুরু শরণ বিল্ডিং’। এই আবাসনেই থাকেন সইফের স্ত্রী তথা বলিউড অভিনেত্রী করিনা কপূর। সঙ্গে থাকেন তাঁর সন্তান, আট বছরের তৈমুর এবং চার বছরের জাহাঙ্গির। জানা গিয়েছে, দুষ্কৃতী যখন অভিনেতার বাড়িতে হানা দেয়, সেই সময় ঘুমোচ্ছিলেন অভিনেতা এব‌ং তাঁর পরিবারের অন্য সদস্যরা। জানা গিয়েছে, রাত আড়াইটে নাগাদ দুষ্কৃতি বাড়িতে ঢোকে। এরপর আলমারি খুলে চুরি করতে থাকে, এমন সময় শব্দ হয়। তাতেই জেগে যান পরিচারকরা। এরপর চিৎকার করলে দুষ্কৃতি পালানোর চেষ্টা করে। তখনই ঘর থেকে বেরিয়ে আসেন সইফ। দুষ্কৃতীর সঙ্গে একেবারে মুখোমুখি হয়ে যান তিনি। তখনই ভয় পেয়ে দুষ্কৃতী সইফের ওপরে হামলা করে। তাঁকে ছুরি মেরে পালায়।

কী বললেন পুলিশ আধিকারিক?

জানা গিয়েছে, বান্দ্রা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে দুষ্কৃতীকে গ্রেফতার করার চেষ্টা চলছে। এই প্রসঙ্গে এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে বলেন, “সইফ (Saif Ali Khan) আলি খান লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। এটা স্পষ্ট নয় যে, তাঁকে ছুরি দিয়ে কোপানো হয়েছে, না কি ডাকাতের সঙ্গে ধস্তাধস্তির জেরে তিনি আহত হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। একই সঙ্গে এই ঘটনার তদন্ত করছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।”

৬ জায়গায় আঘাত পেয়েছেন অভিনেতা

লীলাবতী হাসপাতালের ডাক্তার নীরজ উত্তমানি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভোর সাড়ে ৩টে নাগাদ সইফকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে। এর মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানিয়েছেন নীরজ। শিরদাঁড়াতেও অভিনেতা আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

bangla news

Saif Ali Khan

madhyom news

news in bengali

Lilavati Hospital

Attack on Saif Ali Khan


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর