এদিন মিনিট ২০ কথা বলার পর দক্ষিণ মুম্বইয়ের কমিশনারেট থেকে বেরিয়ে যান অভিনেতা। এটি একটি সৌজন্য সাক্ষাৎকার। কোনও কেসের জন্য সলমন যাননি, বলে দাবি খান পরিবারের
মুম্বই পুলিশ কমিশনারের অফিস চত্বরে সলমন খান।
মাধ্যম নিউজ ডেস্ক: খুনের হুমকি পাওয়ার একমাস পর মুম্বইয়ের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করলেন অভিনেতা সলমন খান (Salman Khan)। শুক্রবার বিকেলে পুলিশ কমিশনার বিবেক পানসলকরের সঙ্গে দেখা করেন তিনি। সেইসময়ে সেখানে উপস্থিত ছিলেন মুম্বই পুলিশের যুগ্ম কমিশনার (আইনশৃঙ্খলা) বিশ্বাস নাঙ্গরে পাতিলও।
ভক্তদের মনে প্রশ্ন হঠাৎ আবার পুলিশের কাছে কেন 'ভাইজান'? সূত্রের খবর, প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিজের কাছে বন্দুক রাখতে চান বলি অভিনেতা। সেজন্য পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন জানান তিনি। শুক্রবার বিকেলে মুম্বইয়ের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন সলমন খান। দক্ষিণ মুম্বইয়ের তাঁর দফতরে যান অভিনেতা। ব্যক্তিগত বন্দুক রাখার অনুমতি চেয়ে আবেদন করেন তিনি।
জানা গিয়েছে, গতমাসে সলমন এবং তাঁর বাবা সালিম খান প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। পাঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালা খুনের পরেই সলমনের বান্দ্রার বাড়িতে একটি চিঠি পাওয়া যায়। সেখানে লেখা ছিল, ‘তোমার অবস্থাও মুসেওয়ালার মতো হবে।’ প্রতিদিন মর্নিং ওয়াকের পর বাড়ির লনে বসে চা খান এবং খবরের কাগজ পড়েন সলমনের বাবা। সেই সময়েই তিনি ওই চিঠি পান। গোটা ঘটনা জানানো হয় মুম্বই পুলিশকে। বান্দ্রা থানায় অভিযোগও দায়ের করে খান পরিবার। ইস্ট বান্দ্রায় সলমনের বাংলোর সামনে বাড়ানো হয় নিরাপত্তা।
আরও পড়ুন: 'অলবিদা' লিখে ইনস্টাগ্রামে সব পোস্ট ডিলিট করলেন আদনান সামি! রহস্য কী?
প্রসঙ্গত, সেই কৃষ্ণসার হরিণ হত্যা এখনও পিছন ছাড়েনি সলমন খানের। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই জানিয়ে দিয়েছেন, 'এর জন্য সলমনকে ক্ষমা করা হবে না'। দিল্লি পুলিশের স্পেশাল সেলের তরফ থেকে জানানো হয়েছে যে জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সলমন খানের বিরুদ্ধে আরেকটি সতর্কবার্তা পাঠিয়েছেন। জানা গিয়েছে, এদিন সেই সূত্রেই পুলিশের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সলমন। মিনিট ২০ কথা বলার পর দক্ষিণ মুম্বইয়ের কমিশনারেট থেকে বেরিয়ে যান অভিনেতা। এটি একটি সৌজন্য সাক্ষাৎকার। কোনও কেসের জন্য সলমন যাননি, বলে দাবি খান পরিবারের।