Shivkumar Sharma: উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ‘সন্তুর’নামে বাদ্যযন্ত্রটিকে সঙ্গীতের মূল ধারায় আনার কৃতিত্ব শিবকুমারের...
সন্তুর কিংবদন্তী শিবকুমার শর্মা (ফাইল চিত্র)
মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত কিংবদন্তী সন্তুরবাদক শিবকুমার শর্মা (Shivkumar Sharma)। মঙ্গলবার মুম্বইয়ে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৪ বছর। উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ‘সন্তুর’(Santoor) নামে বাদ্যযন্ত্রটিকে সঙ্গীতের মূল ধারায় আনার কৃতিত্ব শিবকুমারের। হরিপ্রসাদের (Hariprasad Chaurasia) সঙ্গে জুটি বেঁধে শিবকুমার বলিউডের (Bollywood) একের পর এক কালজয়ী গান বেঁধেছেন।
১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জম্মুর একটি সম্ভ্রান্ত সঙ্গীতজ্ঞ পরিবারে জন্ম শিবকুমারের। তাঁর বাবা উমা দত্তশর্মা ছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। মাত্র পাঁচ বছর বয়স থেকেই শিবকুমার তাঁর বাবার কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। উমা সন্তুর নিয়ে অনেক গবেষণা করেন এবং সিদ্ধান্ত নেন যে, পুত্রকে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সন্তুরবাদক বানাবেন। এই চিন্তা থেকে শিবকুমারকে তেরো বছর বয়স থেকে সন্তুরের প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। পরবর্তী কালে শিবকুমার চলে আসেন মুম্বই। তাঁর বিচরণক্ষেত্র গোটা বিশ্ব হলেও মূলত তিনি কাজ করেছেন মুম্বই থেকেই।
সঙ্গীত নাটক অ্যাকাডেমি (Sangeet Natak Academy)-সহ জাতীয় এবং আন্তর্জাতিক বহু পুরস্কার পেয়েছেন শিবকুমার। ২০০১ সালে পান পদ্মবিভূষণ (Padma Vibhushan)। এ ছাড়াও আমেরিকার (USA) সম্মাননীয় নাগরিকত্ব প্রদান করা হয় তাঁকে।
শিল্পীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। তিনি লিখেছেন, ‘আমাদের সাংস্কৃতিক জগৎ রিক্ত হল পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণে। সন্তুর যন্ত্রটিকে তিনি বিশ্বের দরবারে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠা করেছেন।’
Our cultural world is poorer with the demise of Pandit Shivkumar Sharma Ji. He popularised the Santoor at a global level. His music will continue to enthral the coming generations. I fondly remember my interactions with him. Condolences to his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) May 10, 2022
">
শোকজ্ঞাপন করেছেন উস্তাদ আমজাদ আলি খান (Ustad Amjad Ali Khan) সহ আরও অনেকে। আমজাদ আলি লেখেন, "পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণ একটি যুগের অবসান। তিনি সন্তুরের প্রথম সারির শিল্পী। আমার কাছে অবশ্য এটা ব্যক্তিগত শোকের মুহূর্ত। ওঁর আত্মার শান্তি কামনা করছি। ওঁর সঙ্গীত বাজতে থাকুক আমাদের হৃদয়ে।"