img

Follow us on

Saturday, Jan 18, 2025

Shah Rukh Khan: কিং খান-এর নাম সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায়!

Shah Rukh Khan: শাহরুখ ছাড়া আর কোনও ভারতীয়ই জায়গা পাননি এই তালিকায়।

img

শাহরুখ খান

  2022-12-21 15:55:12

মাধ্যম নিউজ ডেস্ক: এমনিতেই তাঁকে ‘বাদশা’ বলা হয় না। তাঁর অ্যাক্টিং স্কিল, স্ক্রিন প্রেজেন্স থেকে শুরু করে তাঁর বিনয়ী স্বভাব, তাঁর ব্যক্তিত্বের জন্য তিনি অচিরেই হয়ে উঠেছেন গ্লোবাল সুপারস্টার। তাই তিনি শুধু বলিউডের নন, সারা পৃথিবীর মানুষের কাছেই 'বাদশা'। আর তাঁরই প্রমাণ পাওয়া গেল ফের একবার। পৃথিবীর সেরা ৫০ অভিনেতার তালিকায় নাম তুলে নিলেন একমাত্র ভারতীয় অভিনেতা ও সবার প্রিয় শাহরুখ খান। ‘এম্পায়ার ম্যাগাজিন’-এর তরফে দুনিয়ার কিছু সেরা, এবং চিরস্মরণীয় নাম এই তালিকায় রাখা হয়েছে। আর এবারে এটিতে জায়গা করে নিয়েছেন কিং খানও।

পৃথিবীর সেরা ৫০ অভিনেতার তালিকায় বাদশার নাম

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় এম্পায়ার ম্যাগাজিন প্রকাশ করে সেরা ৫০-এর তালিকা। এ যাবৎ সর্বকালের সেরা ৫০ অভিনেতাকে বেছে নেওয়া হয়েছে। সাধারণ মানুষের ভোটেই তৈরি হয়েছে সেই তালিকা। আর সেখানে বেছে নেওয়া হয়েছে শাহরুখকে। ভারতীয় অভিনেতাদের মধ্যে শুধু তাঁর নামই রয়েছে এই তালিকায়। আর অন্য কোনও ভারতীয় অভিনেতা-অভিনেত্রীর এই তালিকায় নাম আসেনি। এছাড়াও এই তালিকায় নাম রয়েছে আল প্যাসিনো, লিওনার্দো ডিক্যাপ্রিও, মার্লন ব্র্যান্ডো, ডেনজেল ওয়াশিংটন, টম ক্রজ, ফ্লোরেন্স পাগ, টম হ্যাঙ্কস, কেট উইন্সলেট সহ আরও অনেকের।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় সংকীর্ণ মানসিকতা প্রকাশ পায়! 'পাঠান' বিতর্কে মুখ খুললেন শাহরুখ খান

শাহরুখের সেরা কিছু কাজের উল্লেখ

এই লিস্টে বাদশাহের একাধিক সেরা কাজের কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আছে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবি থেকে রাহুল খান্নার চরিত্র, সঞ্জয় লীলা বনসালির ‘দেবদাস’ থেকে দেবদাস মুখোপাধ্যায়, আশুতোষ গোয়ারিকরের ‘স্বদেশ’ ছবি থেকে মোহন ভার্গব- এর চরিত্র, করণ জোহরের ‘মাই নেম ইজ খান’ থেকে রিজওয়ান খান-এর চরিত্র ইত্যাদি। আবার এই তালিকায় কিং খানের একাধিক ডায়লগের কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আছে, ‘জব তক হ্যায় জান’ ছবির 'জীবন প্রতিদিন আমাদের একটু একটু করে মারে। আর বোমা একেবারে' ডায়লগটি।

উল্লেখ্য, দীর্ঘ ৪ বছর কিং খান তাঁর নতুন ছবি ‘পাঠান’ নিয়ে আগামী বছর বড়পর্দায় ফিরতে চলেছেন। এই ছবিটির পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। তাঁর সঙ্গে দীপিকা পাডুকোন এবং জন আব্রাহামকে এই ছবিতে দেখা যাবে। ফলে তাঁকে আবার বড় পর্দায় দেখতে অপেক্ষায় বসে রয়েছেন তাঁর অনুরাগীরা।

Tags:

Shah Rukh Khan

Empire Magazine


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর