img

Follow us on

Saturday, Jan 18, 2025

Shilpa Shetty: ধনকুবের রাজের টাকা দেখে তিনি বিয়ে করেননি, মুখ খুললেন বলিউড তারকা শিল্পা

সমালোচনার জবাবে কী বললেন অভিনেত্রী শিল্পা শেট্টি?

img

রাজ কুন্দ্র এবং শিল্পা শেট্টি, ফাইল চিত্র

  2024-03-10 17:44:03

মাধ্যম নিউজ ডেস্ক: অন্যতম ধনকুবের ব্যবসায়ী রাজ কুন্দ্র যাঁকে ২০০৯ সালে বিবাহ করেন, বলিউডের সেই তারকা অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) পূর্ণ করেছেন বিবাহ জীবনের ১৪ টা বছর। বর্তমানে দুই সন্তানের মা-বাবা তাঁরা। এখন তাঁদের সুখের সংসার হলেও এক সময় অনেক কটাক্ষ, সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়েছে প্রতিনিয়ত। ২০২২ সালে পর্ণগ্রাফি মামলায় নাম জড়ায় রাজের। তার পরিপেক্ষিতে অনেক দিন হাজতবাসও করেন তিনি। পরবর্তীতে জামিন পেলে এখন স্বাভাবিক ছন্দে ফিরেছেন তাঁরা। শুধু এই ধরনের সমালোচনা নয়, বিয়ের প্রথম থেকেই নানান সমালোচনার মধ্যেই ছিলেন শিল্পা-রাজ। যেমন বিয়ের প্রথম থেকে গুঞ্জন ওঠে, রাজের টাকা দেখেই নাকি শিল্পা তাঁকে বিয়ে করেছেন। এবার এই বিষয়ে মুখ খুলেছেন খোদ অভিনেত্রী শিল্পা।

সমালোচনার বিরুদ্ধে কী বললেন শিল্পা? (Shilpa Shetty)

৪০ বছরের অভিনেত্রী, দুই সন্তানের মা। কিন্তু তাঁকে দেখে বোঝার উপায় নেই। বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেত্রী শিল্পা শেট্টি এখনও তাঁর তারুণ্য ধরে রেখেছেন। রাজকে বিয়ে করার পর থেকেই তিনি অভিনয় কমিয়ে দিয়েছেন। তবুও কিছু ছোট পর্দার রিয়েলিটি শো-তে শিল্পাকে (Shilpa Shetty) দেখা গিয়েছে। তাছাড়াও ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ১৪ বছর সংসার করছেন রাজ-শিল্পা। কিন্তু শিল্পাকে পেতে গিয়েছে "গোল্ডডিগারের" তকমা। রাজের সম্পত্তি, টাকা দেখেই নাকি শিল্পা তাঁকে বিয়ে করেছেন। সম্প্রতি এক সাক্ষাকারে শিল্পা এই বিষয়ে মুখ খোলেন এবং বলেন, "হ্যাঁ, রাজ অনেক বড়লোক, রাজের সাথে বিয়ে হওয়ার আগে তাঁর থেকেও অনেক বড়লোক মানুষের সাথে বিয়ে ঠিক হয়েছিল আমার। কিন্তু আমি রাজকেই বিয়ে করেছি, দীর্ঘ সময় পাশে থেকেছি। আমি যখন রাজকে বিবাহ করি তখন আমি নিজেও অনেক ধনী ছিলাম আর এখনও আছি। তার পরিপেক্ষিতে আমি ভারত সরকারকে নিজের উপার্জিত টাকা থেকে ট্যাক্স, জিএসটি প্রদান করি। রাজের থেকে অনেক ধনী আমাকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু আমার কাছে টাকাটা গুরুত্বপূর্ণ ছিল না।"

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Shilpa Shetty

Indian actress

Shilpa Shetty Kundra

Raj Kundra

monetary motives

marriage for money


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর