img

Follow us on

Saturday, Jan 18, 2025

Singer KK Demise: কলকাতায় লাইভ শো চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু শিল্পী কে কে-র

Krishnakumar Kunnath: শেষ মঞ্চেও গেয়েছিলেন "হম রহে ইয়া না রহে কল..."

img

জীবনের শেষ মঞ্চে কেকে। সৌজন্য ইনস্টাগ্রাম

  2022-06-01 08:44:25

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতবর্ষের নতুন প্রজন্মের কাছে হার্টথ্রব গায়ক কেকের (singer KK) জীবনাবসান। মাত্র ৫৪ বছর বয়সেই আকস্মিকভাবে স্তব্ধ হল এই 'সুরের জাদুকর'-এর জীবন। পুরো নাম কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath)। কিন্তু, আসমুদ্র হিমাচলে ছড়িয়ে থাকা অগুণতি ভক্তরা তাঁকে কেকে নামেই চিনতেন। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে (Nazrul Manch) উল্টোডাঙ্গা গুরুদাস কলেজ আয়োজিত একটি অনুষ্ঠান চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

কলকাতায় তিনি এসে উঠেছিলেন শহরের একটি পাঁচতারা হোটেলে। শহরে পরপর ২ দিন তাঁর শো ছিল। সোমবারও একটি শোয়ে অংশগ্রহণ করেছিলেন। মঙ্গলবার অনুষ্ঠান চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তিনি হোটেলে ফিরে আসলেও তিনি হোটেলের লবিতে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার ডায়মন্ড হারবার রোডের পাশে একটি বেসরকারি হাসপাতলে। কিন্তু নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা তাকে 'ব্রেন ডেথ' বলে ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর জীবনাবসান হয়েছে। যদিও, পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। 

বাংলা গান বা হিন্দি গান নয় ভারতবর্ষের বিভিন্ন প্রাদেশিক ভাষায় সঙ্গীত পরিবেশন করে তিনি গত কয়েক বছরে গোটা দেশের মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে ছিলেন। বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে মঞ্চে গেয়েছিলেন তাঁর বিখ্যাত "হম রহে ইয়া না রহে কল..." গানটি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এখন ভাইরাল।

">

এই ঘটনায় বাংলার শ্রোতারা যেমন হতবাক ঠিক তেমনিভাবেই শোকোস্তব্ধ গোটা দেশের সঙ্গীত মহল। শোকস্তব্ধ বলিউড। কেকে-র আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi) থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)।

Tags:

Krishnakumar Kunnath

Singer KK

Singer KK death

Singer KK demise

Nazrul Manch


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর