ফের ভারতবাসীদের মন জয় করে নিলেন সোনু সুদ
চৌমুখী কুমারীর সঙ্গে সোনু সুদ
মাধ্যম নিউজ ডেস্ক: ফের ‘ফরিস্তা’ হয়ে আসলেন সোনু সুদ (Sonu Sood)। এবারে ফরিস্তা হয়ে এসেছেন বিহারের একটি ছোট্ট মেয়ের জীবনে। চার হাত, চার পা নিয়ে জন্মেছিল চৌমুখী কুমারী (Chaumukhi Kumari) নামে। বিহারের গ্রামে দরিদ্র পরিবারে জন্মেছে সেই মেয়েটি। তার শারীরিক অবস্থার খবর পেয়েই পাশে দাঁড়ান অভিনেতা সোনু সুদ।
আরও পড়ুন: কেকে-এর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড তারকারা
বলিউডের এই অভিনেতাকে সবসময়ই দেখা গিয়েছে সাধারণ মানুষের কল্যাণের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে। এবারে এই একরত্তি মেয়েকে এক নতুন জীবন উপহার দিলেন তিনি। বৃহস্পতিবার চৌমুখীর সঙ্গে নিজের ছবি শেয়ার করেন সোনু। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, শিশুটির একটি অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের আগে এবং পরে চৌমুখীর ছবি পোস্ট করেন তিনি। তিনি লিখেছেন, '(মেরা অর চৌমুখী কুমারী কা সফর কামিয়াব রাহা) আমার এবং চৌমুখী কুমারীর যাত্রা সফল হয়েছে। বিহারের একটি ছোট গ্রামে চার পা ও চার হাত নিয়ে জন্মেছিল চৌমুখী। এখন সে সফল অস্ত্রোপচারের পর বাড়ি ফিরেছে।'
এর পাশাপাশি দেশের অন্যতম কঠিন অস্ত্রোপচারের সাফল্যের জন্যে সুরাতের (Surat) কিরণ হাসপাতালকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি চৌমুখীর ব্যাপারে জানার পরই ছুটে যান সাহায্য করতে ও তার অপারেশনের জন্য সোনু সাহায্য করেন।
এই পোস্ট ভাইরাল হওয়ার পর থেকেই তাঁর ফ্যানেরা আরও বেশি আবেগঘন হয়ে পড়েন। তাঁর অনুরাগীরা প্রশংসায় পঞ্চমুখ। তাঁর অনুরাগীদের কেউ তাঁকে ‘বাস্তবের হিরো’ বলেছেন, কেউ আবার তাঁর ভালোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, করোনা কালেও তিনি দুঃস্থদের পাশে দাঁড়িয়েছেন। কখনও আবার মাইলের পর মাইল হেঁটে চলা পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়েছেন। কখনও আবার অক্সিজেন সিলিন্ডারও পৌঁছে দিয়েছেন তিনি। এমনকি এবারও সোনু সুদ এই বাচ্চা মেয়েটির পাশে দাঁড়িয়ে, তাকে নতুন জীবন দিয়ে হয়ে উঠলেন ‘ঈশ্বরের দূত’ ।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্ব পাননি পৃথ্বীরাজ চৌহান, আপশোস অক্ষয় কুমারের