img

Follow us on

Saturday, Jan 18, 2025

Prabhas: দশেরায় রামলীলায় রাবণের কুশপুতুল দাহ করবেন ‘রাম’ প্রভাস

এ বছর প্যান্ডেলের থিম রাখা হয়েছে অযোধ্যার রাম মন্দিরের আদলে।

img

প্রভাস

  2022-09-12 19:34:42

মাধ্যম নিউজ ডেস্ক: প্রতি বছরের মত এবারেও লাভ-কুশ রামলীলা কমিটি (Lav Kush Ramleela Committee) দশেরা (Dussehra) উৎসবে রামলীলার আয়োজন করেছে। কিন্তু এবারের রামলীলা অনুষ্ঠানে কিছু ধামাকাদার হবে বলেই আশা করা হয়েছিল। আর তেমনটাই হল। জানা গিয়েছে, এবারে দশেরায় রাবণের কুশপুতুল দাহ করবেন দক্ষিণের বিখ্যাত সুপারস্টার প্রভাস (Prabhash)। প্রতি বছরের মতো এবারও লাভ কুশ রামলীলা সমিতির তরফে রাবণ দহন অনুষ্ঠান নিয়ে জোরদার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবার জনপ্রিয় সুপারস্টার প্রভাসের আগমনে বেশ উচ্ছ্বসিত কমিটির লোকজনসহ প্রভাস অনুরাগীরাও।

জানা গিয়েছে, খুব শীঘ্রই বড়পর্দায় ‘আদিপুরুষ’ (Adipurush) সিনেমায় রামের চরিত্রে আসতে চলেছে বাহুবলী। ‘আদিপুরুষ’ ভারতীয় পৌরাণিক কাহিনির উপর ভিত্তি করে তৈরি ছবি। বক্স অফিসে বেশ ভালো ফলাফল করতে পারে বলে আশা করা হচ্ছে। এই আসন্ন ছবি ঘিরে সিনেপ্রেমীদের মধ্যে উন্মাদনের শেষ নেই। ফলে সিনেমা মুক্তি পাওয়ার আগেই প্রভাসকে রামের অবতারে দেখা যাবে, এই কথা জেনেই প্রভাস অনুরাগীদের উত্তেজনার শেষ নেই। সূত্রের খবর অনুযায়ী, এই ছবি বক্স অফিসে ঝড় তুলতে পারে, ভেঙে যেতে পারে আগের সব রেকর্ডও।

আরও পড়ুন: রণবীরকে সকলের সামনে চড় মারলেন তাঁরই দেহরক্ষী! তারপর যা ঘটল...

লাভ কুশ রামলীলা সমিতির প্রধান অর্জুন কুমার এই বছরের পরিকল্পনা সম্পর্কে তার উত্তেজনা প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে দক্ষিণের শিল্পী প্রভাস তাঁর পরবর্তী ছবি আদিপুরুষে ভগবান শ্রী রামের ভূমিকায় অভিনয় করছেন। চলচ্চিত্রের মাধ্যমে খারাপের ওপর ভালোর জয়ের বার্তা দেবেন তিনি। সেই কারণেই এবার রাবণ দহনের জন্য সবচেয়ে উপযুক্ত প্রভাস। অর্জুন কুমার জানান, প্রতিবারের মতো এবারও রাবণ, কুম্ভকরন ও মেঘনাদের তিনটি কুশপুতুল থাকবে। বাতাসে তীর ছুঁড়ে প্রতিটি কুশপুতুলকে দাহ করবেন অভিনেতা প্রভাস। এর আগে অজয় দেবগন, জন আব্রাহামের মত তারকারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এবছর দশেরা উৎসব ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে ও ৫ অক্টোবর বিজয়াদশমী।

তবে এবারের প্যান্ডেলেও এক নতুন চমক নিয়ে আসতে চলেছে লাভ কুশ কমিটি। কারণ এ বছর প্যান্ডেলের থিম রাখা হয়েছে অযোধ্যার রাম মন্দিরের আদলে। প্রায় ১০০ ফুটের প্যান্ডেল তৈরি করা হবে। লাভ-কুশ রামলীলা সমিতি লাল কেল্লার মাঠে রামলীলার আয়োজন করবে। বিজয়াদশমীতে দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার প্রভাস উৎসবে যোগ দেবেন এবং রাবণের কুশপুতুল দাহ করবেন।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

South Superstar Prabhas

Adipurush

Ravan Effigy

Prabhash to burn rava's effigy

Lav Kush Ramleela


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর