সফল অবতরণে শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয় কুমার থেকে জুনিয়র এনটিআর প্রত্যেকেই
অক্ষয় কুমার, জুনিয়র এনটিআর, সানি দেওল (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: সফলতার সঙ্গেই চাঁদের মাটি ছুঁয়েছে ল্যান্ডার বিক্রম। চতুর্থ দেশ হিসেবে চাঁদের (Chandrayaan 3) মাটিতে পা রেখেছে ভারত এবং দক্ষিণ মেরুতে প্রথম কোনও দেশ হিসেবে অবতরণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু প্রত্যেকই অভিনন্দন জানিয়েছেন। বুধবার ঠিক ঘড়ির কাঁটায় ৬ বেজে ৪ মিনিটে অবতরণ করে চন্দ্রযান। বলিউড থেকে সাউথের তারকা প্রত্যেকেই অভিনন্দন জানালেন এদিন। অক্ষয় কুমার, শাহরুখ খান অভিষেক বচ্চন, পুষ্পা খ্যাত আল্লু অর্জুন প্রত্যেকেই অভিনন্দন জানিয়েছেন দেশবাসীকে। বলিউডের তারকা অজয় দেবগন লেখেন, ‘‘গর্ব এবং উৎসবের মুহূর্ত। ভারত মাতা কি জয়।’’ এছাড়াও চন্দ্রযানের (Chandrayaan 3) এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী কৃতি শ্যানন তিনি বলেন, ‘‘এটি ঐতিহাসিক মুহূর্ত। আমি গর্বিত বোধ করছি।’’
অক্ষয় কুমার এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, ‘‘ভারত চাঁদে (Chandrayaan 3) পৌঁছে গেছে। নতুন ইতিহাস তৈরি হয়েছে। ইসরো আমাদের গর্বিত করেছে। ১০০ কোটির উপর মানুষ ইসরোকে ধন্যবাদ জানাচ্ছে।’’
A billion hearts saying THANK YOU @isro. You’ve made us so proud. Lucky to be watching India make history. India is on the moon, we are over the moon. #Chandrayaan3
— Akshay Kumar (@akshaykumar) August 23, 2023
সদ্য মুক্তি পেয়েছে সানি দেওলের সিনেমা গদর-২, বিজেপির সাংসদও বটেন তিনি। চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এর সফল অবতরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এটি একটি গর্বের মুহূর্ত। হিন্দুস্তান জিন্দাবাদ থা হ্যায় অউর রেহেগা।’’
What a proud moment. #Hindustanzindabad tha hai or rahega
— Sunny Deol (@iamsunnydeol) August 23, 2023
Congratulations to @ISRO on the successful soft landing of #Chandrayaan3 on the moon. A momentous feat in the history of India's space exploration. Proud!!!#Chandrayaan3Landing #chandrayaan_3 #ISRO #MoonMission pic.twitter.com/vzalkeJAOY
চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এর সফল অবতরণে ট্যুইট করেন চিরঞ্জীবী। তিনি বলেন, ‘‘গর্বের এই মুহূর্তে সারাদেশ আনন্দে মেতে উঠেছে। আমাদের বিজ্ঞানীদের অভিনন্দন।’’
An absolutely Momentous achievement for India !! #Chandrayaan3 🚀 registers an unprecedented and spectacular success!!! 👏👏👏
— Chiranjeevi Konidela (@KChiruTweets) August 23, 2023
History is Made today!! 👏👏👏
I join over a Billion proud Indians in celebrating and congratulating our Indian scientific community !!
This clearly… pic.twitter.com/tALCJWM0HU
ইসরোর এই সাফল্যে ট্যুইট করেছেন ‘ট্রিপল আর’ খ্যাত জুনিয়র এনটিআর। তিনি লেখেন, ‘‘সফলতার সঙ্গে চন্দ্রযান-৩ (Chandrayaan 3) মিশন সম্পন্ন হল। আজকে আমাদের গর্বের মুহূর্ত।
My heartiest congratulations to @ISRO on a successful soft landing of #Chandrayaan3 mission on the surface of the moon. As always, you are the pride of India.
— Jr NTR (@tarak9999) August 23, 2023