Sudheer Verma: পরিবার সূত্রে পাওয়া খবর অনুযায়ী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সুধীর।
সুধীর বর্মা
মাধ্যম নিউজ ডেস্ক: আরও এক নক্ষত্রপতন! আরও এক অভিনেতার রহস্যমৃত্যু! জনপ্রিয় তেলুগু সিনেমার তরুণ অভিনেতা সুধীর বর্মা প্রয়াত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ৩৩ বছর বয়সী অভিনেতা সুধীর বর্মা (Sudheer Varma)। এই মৃত্যু ফের মনে করিয়ে দিচ্ছে সুশান্ত সিং রাজপুতের কথা। তরুণ অভিনেতা তথা পরিচালকের মৃত্যুতে শোকের পরিবেশ তৈরি হয়েছে তেলুগু সিনেমা জগতে।
পরিবার সূত্রে পাওয়া খবর অনুযায়ী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সুধীর। পরিবারের লোকেদের নজরে আসায় গত ১৮ জানুয়ারি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্রমাগত অবস্থার অবনতি ঘটতে থাকে। চিকিৎসকদের বহু চেষ্টায়ও শেষ রক্ষা হল না। গতকাল তাঁর মৃত্যু হয়।
২০২০ সালের ১৪ জুন নিজের ফ্ল্যাট থেকে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার করা হয়েছিল। সুশান্ত আত্মহত্যা করেছিলেন, এখনও অবধি এই তথ্যই পাওয়া গেছে পুলিশের থেকে। ফলে তেত্রিশের সুধীরের অস্বাভাবিক মৃত্যু সুশান্তের মৃত্যুকে মনে পড়িয়ে দিয়েছে। তবে পুলিশ এ বিষয়ে এখনও কিছু স্পষ্ট ভাবে জানায়নি। তবে এখনও পর্যন্ত জানা গিয়েছে যে, সুধীর আত্মহত্যা করেছেন। সুধীরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তেলুগু সিনেমা জগতের অনেক শিল্পী। ‘কুণ্ডানাপু বোম্মা’ ছবিতে সুধীরের সহঅভিনেতা সুধাকর কোমাকালু ট্যুইটারে লিখেছেন, “একজন ভাল মানুষ চলে গেল। তোমার সঙ্গে কাজের প্রতিটা মুহূর্তই সুন্দর ছিল। তুমি আর নেই মানতেই পারছি না। ওম শান্তি।”
Sudheer! @sudheervarmak Such a lovely and warm guy’ It was great knowing you and working with you brother! Can’t digest the fact that you are no more! Om Shanti!🙏🙏🙏 @iChandiniC @vara_mullapudi @anil_anilbhanu pic.twitter.com/Sw7KdTRkpG
— Sudhakar Komakula (@UrsSudhakarK) January 23, 2023
সূত্রের খবর, ব্যক্তিগত জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। যে কারণে এই চরম পদক্ষেপ তিনি নিতে বাধ্য হন। যদিও কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি বলেই খবর পুলিশ সূত্রে। তবে কী এমন সমস্যা ছিল অভিনেতার জীবনে, যা কাছের মানুষেরা কেউই টের পেল না। কেরিয়ারে ওঠা-নামা ছিলই। তবু তারই মাঝে নিজের অভিনয় ক্ষমতায় জায়গা করে নিয়েছিলেন সুধীর। পরিচালনার দায়িত্বও সামলেছেন একইভাবে। তবে প্রশ্ন উঠছে কেন এমন সিদ্ধান্ত হঠাৎ নিলেন অভিনেতা। পরিবারের তরফে কোনওকিছুই জানা যায়নি এব্যাপারে।
থিয়েটারের মাধ্যেমে অভিনয়ে হাতেখড়ি সুধীরের। ২০১৩ সালে প্রথম বড় পর্দায় পা রাখেন। সুধীর বর্মার প্রথম সিনেমা সিদ্ধার্থ ও সাথী রেড্ডি অভিনীত ‘স্বামী রা রা’ ২০১৩ সালে রিলিজ করে। বক্স অফিসের হিসেব বলছে বেশ ভাল আয় হয়েছিল ছবিটি থেকে। বর্মার দ্বিতীয় ছবি ‘দোচে’। নাগা চৈতন্য ও কৃতি শ্যানন অভিনীত এই ছবিটিও বক্স অফিসে হিট। এরপর ২০১৭ সালে সুধীরের পরিচালনায় ‘কেশভা’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন।
প্রসঙ্গত, বিনোদন জগতে ক্রমে বেড়েই চলেছে অভিনেতা-অভিনেত্রীদের আত্মহত্যা। গত মাসে টেলি অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যা নাড়িয়ে দিয়েছিল বিনোদন জগতকে। তার আগে সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা। ফের বিনোদন জগতের আর এক অভিনেতার এমন অস্বাভাবিক মৃত্যু!
Tags: