img

Follow us on

Saturday, Jan 18, 2025

Border 2: ২৭ বছর আগে দেওয়া কথা রাখলেন সানি দেওল! পর্দায় আসছে ‘বর্ডার-২’

‘বর্ডার-২’ আসছে, ঘোষণা সানির, উন্মাদনা ভক্তদের

img

বর্ডার ছবির একটি দৃশ্যে সানি দেওল (সংগৃহীত ছবি)

  2024-06-13 17:15:01

মাধ্যম নিউজ ডেস্ক: ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল জেপি দত্তের ছবি ‘বর্ডার’। সেই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল সানি দেওলকে। বৃহস্পতিবারই অভিনেতা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে ঘোষণা করলেন খুব শীঘ্রই আসতে চলেছে ‘বর্ডার-২’ (Border 2)। এতেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। শোনা যাচ্ছে ছবির পরিচালনা করবেন অনুরাগ সিং। প্রসঙ্গত ২৭ বছর আগে বর্ডার ছবি বিপুল জনপ্রিয়তা পায়। একাধিক গান এই ছবির আজও সমান জনপ্রিয়। প্রসঙ্গত ২০০১ সালের পরে সম্প্রতি মুক্তি পেয়েছিল সানি দেওলের ‘গদর-২’ । এবার আসছে ‘বর্ডার-২’।

কী বললেন সানি?

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতে নিজের ভিডিও বার্তায় সানি দেওল বলেন,  ‘‘২৭ বছর আগে এক ফৌজি কথা দিয়েছিল যে সে ফেরত আসবে। সেই কথা রাখতেই, হিন্দুস্তানের মাটিকে সালাম বলতে, সে ফিরে আসছে।’’ জানা যাচ্ছে এই ছবিটি প্রযোজনা করবেন ভূষণ কুমার, কৃষাণ কুমার, জেপি দত্ত ও নিধি দত্ত। ছবির পরিচালক অনুরাগ সিং। অনুরাগ সিং বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক এর আগে তিনি ‘দিল বোলে হাদিপ্পা!’, ‘জাট অ্যান্ড জুলিয়েট’, ‘পাঞ্জাব ১৯৮৪’, ‘কেশরী’র মতো ছবি পরিচালনা করেছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Deol (@iamsunnydeol)

ভক্তদের মধ্যে উন্মাদনা

সানি দেওয়ালের এমন ঘোষণায় একের পর এক মন্তব্য মন্তব্য ভেসে আসতে দেখা যাচ্ছে। তাঁর ওই পোস্টে এক ভক্ত লিখছেন, ‘‘আর অপেক্ষা করতে পারছি না!’’ আরেকজন মন্তব্য করেছেন, ‘‘আমি খুব খুশি এবং উত্তেজিত কারণ আমার শৈশব ফিরে এসেছে।’’ প্রসঙ্গত, এর আগে সানি দেওয়াল একটি শো'তে জানিয়েছিলেন, ২০১৫ সালে ‘বর্ডার-২’ (Border 2) শুরু করার কথা ছিল। তবে সে সময়ে তাঁর মুক্তিপ্রাপ্ত কোনও ছবি বক্স অফিসে হিট হয়নি। তাই সেসময় প্রযোজকরা ভয় পেয়েছিলেন। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Sunny Deol

border 2


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর