img

Follow us on

Sunday, Jan 19, 2025

Jawan: মুক্তির দিনই ছবি ফাঁস অনলাইনে, তবু ১০০ কোটির ক্লাবে ঢুকল ‘জওয়ান’

প্রথম দিনেই ঝড় তুলল শাহরুখ অভিনীত ‘জওয়ান’

img

শাহরুখ অভিনীত ‘জওয়ান’ ছবির পোস্টার (ফাইল ছবি)

  2023-09-07 16:49:23

মাধ্যম নিউজ ডেস্ক: আট মাস আগেই বক্স অফিসে ঝড় তুলেছিল শাহরুখ খান অভিনীত ছবি ‘পাঠান’। এবার ‘পাঠান’ এর সঙ্গে জওয়ানের লড়াই! বক্স অফিসে কে এগিয়ে থাকবে! বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বরে মুক্তি পেল শাহরুখ খান অভিনীত ছবি ‘জওয়ান’ (Jawan)। ‘জওয়ান’ (Jawan) যে দেশজুড়ে ঝড় তুলতে চলেছে তার পূর্বাভাস মিলেছিল টিকিট বিক্রিতেই  প্রত্যাশা মতোই শাহরুখ খানের ছবি প্রথম দিনেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে।

দেশজুড়ে ঝড় তুলেছে ‘জওয়ান’ (Jawan) ছবি

শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত এই ছবি সর্বকালের সবচেয়ে বড় বলিউড ওপেনার হয়ে বক্স অফিসে ভেঙে দিল যাবতীয় রেকর্ড। জানা গিয়েছে অগ্রিম টিকিট বুকিং হয়েছিল ‘জওয়ান’ (Jawan) এর প্রায় ১৪ লাখ। বৃহস্পতিবার প্রায় দশ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘জওয়ান’ (Jawan) ছবি। জানা গিয়েছে, নির্মাতাদের হিসাব অনুযায়ী প্রথম দিনেই ভারতের বিভিন্ন বক্স অফিসে ‘জওয়ান’(Jawan) এর সংগ্রহ হতে পারে ৮৫ কোটি টাকা। অন্যদিকে বিদেশের সিনেমা হলগুলিতে সংগ্রহ হতে পারে ৫০ কোটি টাকা। অর্থাৎ ১০০ কোটি পার প্রথম দিনেই।

প্রথম দিনেই অনলাইনে ফাঁস হয়ে গেল ছবি

এত কিছুর মাঝেও ছবিটি ফাঁস হয়ে গেল অনলাইনে। রোখা গেল না প্রাইরেসি। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়ে সমগ্র সিনেমাটি (Jawan)। তবে বিশেষজ্ঞদের ধারনা, প্রাযইরেসি রোখা না গেলেও তা খুব বেশি প্রভাব ফেলতে পারবে না। সাধারণভাবে সিনেমা হলে গিয়ে কোনও দর্শক তাঁর মোবাইলের ক্যামেরার মাধ্যমে গোটা ছবিটির ভিডিও করেন এবং তা ছড়িয়ে দেন বিভিন্ন ইন্টারনেট সাইটে। তবে বিশেষজ্ঞদের ধারনা, শাহরুখ খানের অভিনীত ছবি প্রথমবারের জন্য সিনেমা হলে দেখতেই বেশি পছন্দ করেন দর্শকরা। তাই স্বাভাবিক ভাবেই অনলাইনে ফাঁস হলেও তার প্রভাব খুব বেশি পড়বে না। তবে এটাই প্রথম নয় এর আগে গত ১০ অগাস্ট মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ ‘জওয়ান’ (Jawan) ছবির বেশ কিছু দৃশ্য ফাঁস হয়ে যায়। যা নিয়ে শাহরুখ পত্নী গৌরী খান পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেন।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

Jawan

Bollywood

bangla news

Bengali news

Shahrukh Khan

Box Office


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর