২০২৩ সালে সর্বাধিক আয় করা প্রথম পাঁচটি ছবির তালিকায় নথিভুক্ত হল ‘দ্য কেরালা স্টোরি’
ছবির হোর্ডিং
মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম দিনেই বক্স অফিসে ছক্কা হাঁকাল ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। সুদীপ্ত সেন পরিচালিত এই ছবিকে বিদ্বেষমূলক বলে তোপ দেগেছিল কংগ্রেস সহ বামপন্থীরা। একধাপ এগিয়ে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, এই ছবি সঙ্ঘ পরিবারের তৈরি। কিন্তু যাবতীয় অপপ্রচারকে পিছনে ফেলে প্রথম দিনেই বাজিমাত করল ‘দ্য কেরালা স্টোরি’। কর্নাটকে নির্বাচনী প্রচারে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)-এর প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণেও। ছবি নিয়ে কংগ্রেসের অপপ্রচারকে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী। দরাজ সার্টিফিকেট দিয়েছেন ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) ছবিকে। এদিন তরণ আদর্শ ট্যুইট করে লেখেন, প্রথম দিনেই বাউন্ডারির বাইরে বল পাঠাল ‘দ্য কেরালা স্টোরি’।
#TheKeralaStory hits the ball out of the stadium 🔥🔥🔥… Takes a SMASHING START… Evening + night shows witness solid occupancy… The Day 1 numbers are an EYE-OPENER for the entire industry… TERRIFIC weekend assured… Fri ₹ 8.03 cr. #India biz. #Boxoffice pic.twitter.com/8dylt50Hcj
— taran adarsh (@taran_adarsh) May 6, 2023
পরিসংখ্যান বলছে, প্রথম দিনের আয়ের নিরিখে কাশ্মীর ফাইলস-কেও পিছনে ফেলে দিয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। কাশ্মীর ফাইলসের প্রথম দিনের আয় ছিল ৩.৫ কোটি টাকা, অন্যদিকে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) আয় ৭.৫ কোটি টাকা। চলতি বছরে প্রথমদিনে সর্বাধিক আয় করা প্রথম ৫টি ছবির তালিকায় নথিভুক্ত হল ‘দ্য কেরালা স্টোরি’-এর নাম। প্রথম দিনের আয়ের নিরিখে ‘পাঠান’ সবার আগে। এই ছবির আয় ছিল ৫৫ কোটি। তার পর ‘কিসি কা ভাই কিসি কা জান’। তার আয় ১৫.৮১ কোটি, তৃতীয় ‘তু ঝুটি ম্যায় মক্কার’ প্রায় ১৫.৭ কোটি আয় করে। চতুর্থ অজয় দেবগনের ‘ভোলা’, যার প্রথম দিনের আয় ছিল প্রায় ১১ কোটির উপরে। জানা গেছে, হিন্দি সহ মোট ৪টি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।