জানা গেছে অনির্দিষ্টকালের জন্য ভারতে বন্ধ করা হয়েছে এই সিনেমা...
ছবির পোস্টার
মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের তৈরি সিনেমা "দ্য লিজেন্ড অফ মৌলা জাঠ" (The Legend of Moula Jatt) এর প্রদর্শন বন্ধ করা হল ভারতে। ভারতের সিনেমা হলগুলিতে এটি মুক্তি পাওয়ার কথা ছিল চলতি সপ্তাহের শুক্রবার ৩০ ডিসেম্বর। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআই সূত্রে জানা গেছে অনির্দিষ্টকালের জন্য ভারতে বন্ধ করা হয়েছে এই সিনেমা। সংবাদসংস্থা আরও জানাচ্ছে যে কোনও রকমের নতুন দিনও আপাতত ঘোষণা করা হয়নি সিনেমার মুক্তির বিষয়ে। ডিস্ট্রিবিউটাররা জানাচ্ছেন, এই সিনেমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। আইনক্স (INOX) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তাদেরকে দু-তিনদিন আগে বলা হয়েছে যে এই সিনেমার প্রদর্শনী যেন বন্ধ রাখা হয়।
১৯৭৯ সালে পাকিস্তানের একটি সিনেমাকে নতুন ভাবে রিমেক করা হচ্ছে। মৌলা জাঠকে রিমেক করে করা হচ্ছে "দ্য লেজেন্ড অফ মৌলা জাঠ" (The Legend of Moula Jatt)। মনে করা হচ্ছে এই সিনেমার বিতর্ক হামজা আলি আব্বাসি নামের পাকিস্তানি অভিনেতাকে নিয়ে। যে সিনেমায় নূরী নাথ এই ভূমিকায় অভিনয় করেছে। যখনই ভারতে এই সিনেমা মুক্তি পাওয়ার কথা প্রকাশ্যে আসে তখন থেকেই বিতর্ক শুরু হয় এবং এই ছবির (The Legend of Moula Jatt) প্রদর্শনী বন্ধ রাখার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠতে থাকে। তার কারণ হিসেবে বলা হয় যে পাকিস্তান ক্রমাগতভাবে ভারতের উপর সন্ত্রাস করছে, সন্ত্রাসকে আর্থিকভাবে সাহায্য করছে। এজন্য নেটিজেনরা দাবি জানাতে থাকেন যে এই ছবি যেন ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
বিভিন্ন মহল বলতে শুরু করে এই সিনেমার (The Legend of Moula Jatt) অভিনেতা হামজা আলি আব্বাসি একজন ভারত বিরোধী এবং হাফিজ সঈদের অনুগামী। প্রকাশ্যে এসেছে অভিনেতার ট্যুইট, যেখানে এই অভিনেতা ২৬/১১ এর অন্যতম ষড়যন্ত্রী হাফিজ সঈদকে সরাসরি সমর্থন করছেন।
This will upset sum ppl but i must say wht i see as truth! I have know this man for yrs, i am quite familiar with their literature & the mindset of his followers.... HAFIZ SAEED IS NOT A TERRORIST! His only fault? He speaks for & rallies the youth for Kashmir! #IsupportHafizSaeed pic.twitter.com/IBBH7lY9kf
— Hamza Ali Abbasi (@iamhamzaabbasi) July 18, 2019
অন্য একটি পোস্টে মহম্মদ আলি জিন্নাকে ধন্যবাদ জানাতে দেখা যাচ্ছে হামজা আলি আব্বাসিকে।
On 14th August 1947, we got Pakistan bcz Jinnah sahab argued tht Muslims of SubContinent are in danger of being oppressed by the Hindu majority... and once more history proved him right bcz of Citizenship Amndmnt Act by Modi/RSS/BJP Hindutva raj, I thank Allah for PAKISTAN. 🇵🇰❤️
— Hamza Ali Abbasi (@iamhamzaabbasi) December 18, 2019
তাঁর এই ভারত বিরোধী পোস্টের জন্যই তাঁর যে কোনও রকমের ছবি ভারতে নিষিদ্ধ করার দাবি জানাতে থাকে বিভিন্ন মহল। প্রসঙ্গত এই সিনেমা (The Legend of Moula Jatt) মুক্তি পাওয়ার কথা ছিল পাঞ্জাব এবং দিল্লির বেশিরভাগ সিনেমা হলে, যেখানে পাঞ্জাবী ভাষী মানুষের সংখ্যা বেশি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।