Tiger 3: শাহরুখের জন্যই কি পিছিয়ে গেল সলমনের ‘টাইগার ৩' মুক্তির দিন?
Tiger 3
মাধ্যম নিউজ ডেস্ক: বড় পর্দায় ফের একসঙ্গে দেখা যাবে করণ-অর্জুনকে! অর্থাৎ একই ছবিতে বলিউডের কিং খান ও ভাইজানকে দেখা যাবে, এমনটাই জানা গিয়েছে। এমনিতেই শাহরুখ-সলমনের সম্পর্কের রসায়ন নিয়ে বলিপাড়ায় চর্চার শেষ নেই। তার মধ্যে এমন খবর ছড়িয়ে পড়তেই শাহরুখ-সলমনপ্রেমীদের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়েছে। বড় পর্দায় হেভিওয়েট দুই খানকে একসঙ্গে দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।
প্রায় অনেক দিন থেকেই গুঞ্জন রটেছিল যে, তাঁদের একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে কোনও এক ছবিতে। আর সেই আশায় বুক বেঁধেছিলেন তাঁদের অনুরাগীরাও। আর এবারে সেই আশাই সত্যি হল বলে! তবে কোন ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যাবে, এই নিয়েও কৌতুহলের শেষ ছিল না। এরপরেই জানা গেল, দুজনেই দুজনের ছবিতে ক্যামিও রোলে দর্শকদের নজর কাড়তে চলেছেন। অর্থাৎ সলমন খানকে ক্যামিও রোলে শাহরুখের ছবি 'পাঠান'-এ দেখা যাবে ও শাহরুখকে ভাইজানের 'টাইগার ৩'-তে দেখা যাবে। আরও জানা গিয়েছে, 'পাঠান'-এ জাসুস টাইগার চরিত্রে দেখা যাবে সলমন খানকে। আবার 'টাইগার ৩'-তে পাঠানের চরিত্রে দেখা যাবে শাহরুখকে।
আরও পড়ুন: অ্যাকশনে ভরপুর সিনেমা দিয়ে প্রত্যাবর্তন বলিউড বাদশার, মুক্তি পেল 'পাঠান'- এর টিজার
সম্প্রতি জানা গিয়েছে, ‘পাঠান’ ছবি মুক্তি পাওয়ার পরেই 'টাইগার ৩' -এর শ্যুটিং শুরু করবেন কিং খান। একদিকে অ্যাটলি কুমারের ছবি জওয়ান, অন্যদিকে রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি, দুটি ছবির শ্যুটিংয়েই দারুণ ব্যস্ত রয়েছেন শাহরুখ। অন্যদিকে চলছে বহু প্রতীক্ষিত ছবি পাঠান-এর প্রোমোশন। ফলে বাদশার ঘনিষ্ঠ সূত্রে খবর, 'পাঠান' মুক্তি পাওয়ার পরপরই 'টাইগার ৩'তে নিজের ক্যামিও রোলের শ্যুটিং সেরে ফেলবেন শাহরুখ। অন্যদিকে বহুদিন আগেই 'পাঠান'-এর শ্যুটিং সেরে ফেলেছেন সলমন।
সূত্রের খবর অনুযায়ী, শাহরুখের ‘পাঠান’ ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে। এতে মুখ্য চরিত্রে রয়েছেন দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম। সদ্য মুক্তি পেয়েছে পাঠানের টিজারও। ছবি নিয়ে বেড়েছে দর্শকের প্রত্যাশা। অন্যদিকে 'টাইগার ৩' ২০২৩-এর দিওয়ালিতে রিলিজ হবে। সলমন খান ছাড়াও ‘টাইগার ৩’-তে মুখ্য চরিত্রে থাকছেন ক্যাটরিনা কইফ এবং ইমরান হাশমি। প্রথমে ঠিক ছিল, ঈদেই এই ছবি মুক্তি পাবে। কিন্তু শাহরুখের জন্য অপেক্ষা করেই এই ছবির মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এতে বেশ ভালো অ্যাকশন সিন রয়েছে বাদশার। যা শ্যুট করতে সময় লাগবে খানিকটা। তবে খুব শীঘ্রই বাদশা শ্যুটিং শুরু করতে চলেছেন। তাই এবার শুধু পর্দায় এক সঙ্গে শাহরুখ-সলমনকে দেখার অপেক্ষা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।