img

Follow us on

Saturday, Jan 18, 2025

Fighter Trailer: বালাকোট এয়ার স্ট্রাইকের ওপর নির্মিত ‘ফাইটার’ ছবির ট্রেলার প্রকাশ্যে

হৃতিক রোশন অভিনীত ‘ফাইটার’ ছবি মুক্তি পাচ্ছে ২৫ জানুয়ারি... 

img

ফাইটার ছবির ট্রেলার প্রকাশ্যে এল (সংগৃহীত ছবি)

  2024-01-15 15:46:30

মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৯ সালে ভারতীয় বায়ু সেনার বালাকোট এয়ার স্ট্রাইকের ওপর তৈরি হয়েছে সিনেমা ‘ফাইটার’ (Fighter Trailer)। সোমবারই ছবির ট্রেলার সামনে এসেছে। হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন এবং অনিল কাপুর অভিনীত এই ছবির ট্রেলারে দেখা গিয়েছে অ্যাকশন থ্রিলার। ২৫ জানুয়ারি ছবির মুক্তি পাওয়ার কথা। তার আগেই ছবির ট্রেলার নিয়ে উন্মাদনা ছড়িয়েছে সিনেমা প্রেমীদের মধ্যে। দেশপ্রেম, জাতীয়তাবোধ নিয়ে তৈরি এই সিনেমা বক্স অফিসে বিপুল হিট করবে বলেই আশাবাদী নির্মাতারা।

‘ফাইটার’ ছবির ঘটনা

ছবিতে স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়ার ভূমিকায় দেখা যাবে হৃতিককে, স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোরের ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকন এবং গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং-এর ভূমিকায় অভিনয় করছেন অনিল কাপুর। দেশের জন্য বড় মিশনে নামতে দেখা যাবে গোটা টিমকে। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলা হয়। এরপরেই ভারত এয়ারস্ট্রাইকের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেয়। মূলত এই ঘটনাগুলিই তুলে ধরা হয়েছে ছবিতে। ছবির (Fighter Trailer) শ্যুটিংয়ে ভারতের সুখোই  যুদ্ধবিমানও ব্যবহার করা হয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by MARFLIX (@marflix_pictures)

ছবিতে মোদি সরকারের ভূয়সী প্রশংসা

ছবিতে (Fighter Trailer) দেখা যাবে, পুলওয়ামায় সেনা কনভয়ের উপর হামলায় শোক স্তব্ধ গোটা দেশ। সরকার পাল্টা প্রত্যাঘাত হানতে প্রস্তুত। শোনা যাচ্ছে ডায়লগ, ‘প্রথমে বোম ব্লাস্ট, তারপর ২৬/১১ আর এবার সেনা কনভয়ে হামলা। ৫০ বছরে কোনও সরকার ওদের মুখের মতো জবাব দেয়নি। এবার ওদের দেখাতে হবে কে বাবা।’

এয়ারস্ট্রাইকে হৃতিক

ছবিতে (Fighter Trailer) দেখা যাচ্ছে আকাশপথে ভারতের যুদ্ধবিমান ঢুকে পড়েছে পিওকে-তে। হৃতিকের মুখের সংলাপ, ‘ধোকে-কে জবাব বদলে সে’। এক জঙ্গি বলছে, ‘আমরা আত্মঘাতী হামলা করেছিলাম আর ওরা করল এয়ার স্ট্রাইক’। এরপরের দৃশ্যেই দেখা যায়, বিমান থেকে আকাশে ভারতের জাতীয় পতাকা ওড়াচ্ছেন হৃতিক রোশন। হৃতিকের মুখে আরও সংলাপ, ‘পিওকে-র মানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর। তোমরা অধিকৃত করেছো। মালিক আমরা।’

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Hrithik Roshan

pulwama attack

Modi Government

Anil Kapoor

Hrithik Roshan’s Fighter

Fighter Trailer

dipika padukon

balakot air strike


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর