img

Follow us on

Saturday, Jan 18, 2025

Tunisha Sharma: "মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছে", শীজানের বিরুদ্ধে বিস্ফোরক তুনিশার মা

প্রাথমিক ময়নাতদন্তের পরে জানা যায় যে, গায়ে কোনও আঘাতের দাগ নেই তুনিশার।

img

তুনিশা শর্মা

  2022-12-26 18:54:11

মাধ্যম নিউজ ডেস্ক: অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যুতে তোলপাড় বিনোদন জগৎ। এর মাঝেই বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেত্রীর মা। শনিবার বিকেলে সিরিয়ালের শুটিং সেটেই বছর কুড়ির তুনিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আত্মহত্যা করেছেন তুনিশা। কী কারণে আত্মহত্যা করেছেন অভিনেত্রী, তা নিয়ে থেকে গিয়েছে নানা প্রশ্ন। এবার মেয়ের সহ অভিনেতা সম্পর্কে বড় অভিযোগ করলেন তুনিশার মা। প্রাক্তন প্রেমিক অভিনেতা শীজান খানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রীর মা বলেন, "আমার মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, পরে সম্পর্ক ভেঙেছে শীজান। আগে একটি মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল শীজান। তাঁর সঙ্গে সম্পর্কে থাকতে থাকতেই তুনিশার সঙ্গে রিলেশনশিপে জড়ায় সে। তিন চার মাস ধরে ওকে ব্যবহার করে। তারপর ব্রেক আপ করে নেয়। আমার আর্জি শীজানকে যেন ছেড়ে দেওয়া না হয়। আমার বাচ্চা চলে গেল।"

কী জানা গেল? 

জানা গিয়েছে প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই অভিনেত্রী (Tunisha Sharma)। তদন্তে নেমে পুলিস জানতে পারে ১৫ দিন আগেই তুনিশার সঙ্গে ব্রেক আপ হয়েছিল শীজানের। শনিবারই শীজানের নামে থানায় অভিযোগ দায়ের করেন তুনিশার মা। মৃত অভিনেত্রীর মায়ের দাবি, তুনিশা শর্মাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন সহ অভিনেতা! মুম্বই পুলিশের কাছে এই মর্মেই অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রীর মা। শনিবার রাতে এ কথা জানিয়েছেন মুম্বই পুলিশের ডিসি চন্দ্রকান্ত যাদব।

ডিসিপি যাদব জানিয়েছেন, "তুনিশার (Tunisha Sharma) সহ অভিনেতা শীজান খানের বিরুদ্ধে মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছেন তাঁর মা। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তুনিশার মায়ের অভিযোগ পেয়ে শীজ়ানকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু হয়েছে।" সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় পুলিশ খুন এবং আত্মহত্যা— দু’টি দিকই খতিয়ে দেখবে। ঘটনার সময় সেটে হাজির কলাকুশলীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।

তুনিশার (Tunisha Sharma) মৃত্যুর পর শীজানকে ফোন করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রাথমিক ময়নাতদন্তের পরে জানা যায় যে, গায়ে কোনও আঘাতের দাগ নেই তুনিশার। গলায় দড়ি দিয়ে ওয়াশরুমে আত্মহত্যা করেন অভিনেত্রী। সেখানেই তাঁর মৃত্যু হয়। যদিও তুনিশার কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে তাঁর মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় শীজানকে। রবিবার তাঁকে পাঠানো হয়েছে চারদিনের পুলিশি হেফাজতে।

আরও পড়ুন: ব্যাংক প্রতারণার অভিযোগে গ্রেফতার ভিডিওকনের কর্ণধার বেনুগোপাল ধুত   

‘আলিবাবা: দাস্তান-ই কাবুল’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতেন তুনিশা (Tunisha Sharma)। শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন বলিউডে। ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’ সিরিয়াল দিয়ে তাঁর যাত্রা শুরু হয়। ‘আলিবাবা: দাস্তান-ই-কাবুল’-এ রাজকুমারী মরিয়মের ভূমিকায় অভিনয় করতেন তুনিশা। তাঁর আত্মহত্যায় স্তব্ধ গোটা হিন্দি সিরিয়াল ইন্ডাস্ট্রি। শুধু টেলিভিশন সিরিয়ালে নয়, ‘ফিতুর’, ‘বার বার দেখো’, ‘কহানি ২’, ‘দুর্গা রানি সিংহ’, ‘দাবাং ৩’-এর মতো ছবিতেও অভিনয় করেছিলেন তুনিশা। ‘ফিতুর’ এবং ‘বার বার দেখো’তে ক্যাটরিনা কইফের শৈশবের চরিত্রে অভিনয় করেন তিনি। তাঁর সিরিয়াল ‘ইন্টারনেট ওয়ালা লাভ’ বেশ জনপ্রিয়তা পায়। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 


  

Tags:

Suicide

Tunisha Sharma


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর