img

Follow us on

Sunday, Jan 19, 2025

Actor Vaishali Takkar Suicide: অভিনেত্রীর আত্মহত্যা! কার নাম লিখে গেলেন সুইসাইড নোটে?

২০১৫ সালে  ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় নামে জনপ্রিয় এই সিরিয়াল দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন...

img

অভিনেত্রী বৈশালী তক্করের ফাইল ছবি

  2022-10-16 20:26:50

মাধ্যম নিউজ ডেস্ক: জনপ্রিয় টিভি সিরিয়াল সাসুরাল সিমার কা' এবং 'ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় খ্যাত অভিনেত্রী বৈশালী তক্করকে (Vaishali Takkar) আজ সকালে মধ্যপ্রদেশে তার নিজস্ব বাসভবন থেকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।
ইন্দোরের সহকারী পুলিশ কমিশনার এম রহমান বলেছেন যে অভিনেত্রীর ঘর একটি সুইসাইড নোট উদ্ধার করেছে যা থেকে বোঝা যায় যে তিনি মানসিক চাপে ছিলেন। প্রাক্তন প্রেমিকের দ্বারা তাকে হয়রানি করা হচ্ছিল।

আরও পড়ুন: বলিউডে এন্ট্রি শিখর ধাওয়ানের! কোন সিনেমায় হুমা কুরেশির সঙ্গে দেখা যাবে ভারতীয় ক্রিকেটারকে? 

পুলিশ মৃতদেহকে ময়নাতদন্তের জন্য মহারাজা যশবন্ত রাও হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ মৃত অভিনেত্রীর মোবাইল ফোন সংগ্রহ করার পর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

  
এই অভিনেত্রী বাবা ভাইয়ের সাথে ইন্দোরে বসবাস করতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর আগে তার আচরণে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করেনি পরিবার। বৈশালী যে এত বড়ো সিদ্ধান্ত নিতে পারে তা ভাবতেও পারেনি পরিবারের সদস্যরা। ২০১৫ সালে  ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় নামে জনপ্রিয় এই সিরিয়াল দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। সম্প্রতি তিনি বিগ বস' খ্যাত নিশান্ত মালকানির বিপরীতে অভিনয় করছিলেন।
মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে কর্মসূত্রে মুম্বাই চলে যান। পরে অবশ্য ইন্দোরের তেজাজি নগর থানা এলাকার সাই বাগ কলোনিতে তার ভাই এবং বাবার সাথে গত এক বছর ধরে ছিলেন।

  হেল্পলাইন
  মানসিক স্বাস্থ্যের জন্য ভান্দ্রেভালা ফাউন্ডেশন 9999666555 অথবা help@vandrevalafoundation.com
  টিআইএসএস আইকল 022-25521111 (সোম-শনিবার: সকাল ৮টা থেকে রাত ১০টা)
  ( আপনি যদি নিজে মানসিক সমস্যায় আছেন বা মানসিক সমস্যায় আছে এমন কাউকে চেনেন সেক্ষেত্রে অনুগ্রহ করে নিকটস্থ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিন।)

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

 
 

Tags:

Suicide

Vaishali Takkar

Indore

Television serial

Series

ex boyfriend


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর