Manoj Mitra Passes Away: নক্ষত্র পতন! ৮৬ বছর বয়সে চলে গেলেন অভিনেতা মনোজ মিত্র
প্রয়াত অভিনেতা মনোজ মিত্র। ফাইল ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: বাংলা সংস্কৃতি জগতে নক্ষত্র পতন। মঙ্গলবার সকালে প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা তথা নাট্যকার মনোজ মিত্র (Manoj Mitra)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। কয়েক দিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন প্রবীণ অভিনেতা। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র জগত্। দীর্ঘদিন বার্ধ্যকজনিত সমস্যায় ভুগছিলেন। গত ২৩ সেপ্টেম্বর তাঁকে ভর্তি করানো হয়েছিল সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। হার্ট ঠিক করে কাজ করছিল না। ওষুধের সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। তার পর সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। তারাদের দেশে পাড়ি দিলেন ‘বাঞ্ছারামার বাগান’, ‘আদর্শ হিন্দু হোটেল’ খ্যাত অভিনেতা। সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার জয়ী নট ও নাট্যকারের প্রয়াণে বাংলা সংস্কৃতি জগতে বিরাট শূন্যতা তৈরি হল।
১৯৩৮ সালের ২২ ডিসেম্বর অবিভক্ত বাংলাদেশের খুলনা জেলার সাতক্ষীরা মহকুমার ধুলিহর গ্রামে জন্ম হয় তাঁর। ১৯৫৮ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে অনার্স-সহ স্নাতক হন তিনি। এই কলেজেই থিয়েটারে দীক্ষিত হন। সঙ্গী হিসেবে পান বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্তের মতো ব্যক্তিত্বদের। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এমএ করেন। অভিনেতার বাবা অশোককুমার মিত্র এবং মা ছিলেন রাধারাণী মিত্র। বাবার ইচ্ছা ছিল ছেলে অধ্যাপনা করুক। ছেলের ইচ্ছা অভিনয়। তাই অভিনেতা চেয়েছিলেন কলকাতার কাছের এমন কোনও কলেজে যোগ দিতে যেখানে চাকরি করতে করতে তাঁর থিয়েটার চালিয়ে যাওয়া সম্ভব। ১৯৫৭ সালে কলকাতায় মঞ্চনাটকে অভিনয় শুরু মনোজ মিত্রর (Manoj Mitra)। ১৯৭৯ সালে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার আগে বিভিন্ন কলেজে দর্শন বিষয়েও অধ্যাপনা করেন তিনি।
আরও পড়ুন: “সারা বিশ্ব ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে”, বললেন মোহন ভাগবত
১৯৭২-এ ‘চাক ভাঙা মধু’ নাটকের মাধ্যমে পরিচিত হন মনোজ মিত্র (Manoj Mitra)। এর আগে ১৯৫৯ সালে লেখেন প্রথম নাটক ‘মৃত্যুর চোখে জল’। মনোজের তৈরি নাট্যদলের নাম ছিল ‘সুন্দরম’। যেখানে তিনি নাট্যকার এবং নির্দেশক দুই ছিলেন। একগুচ্ছ নাটক করেছিলেন তিনি। সেই তালিকায় রয়েছে ‘অবসন্ন প্রজাপতি’, ‘নীলা’, ‘সিংহদ্বার’, ‘ফেরা’-সহ আরও অনেক নাটক। এছাড়াও বহু বহু বাংলা ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। খলনায়ক হিসাবেও তাঁর জুড়ি মেলা ভার ছিল।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।