দুই কিংবদন্তী শিল্পীর মৃত্যুতে নিজের ব্লগে শোক প্রকাশ করলেন অমিতাভ বচ্চন...
(বাঁদিক থেকে) বিক্রম গোখলে, অমিতাভ বচ্চন ও তবসুম --- ফাইল ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: নভেম্বর মাসে দুই প্রবীণ শিল্পীর মৃত্যুতে নিজের ব্লগে শোক প্রকাশ করলেন কিংবদন্তী তারকা অমিতাভ বচ্চন। একই মাসে প্রয়াত হন জনপ্রিয় টিভি সঞ্চালিকা তথা অভিনেত্রী তবসুম (Tabassum) এবং বিখ্যাত বলিউড অভিনেতা বিক্রম গোখলে (Vikram Gokhale)। এরমধ্যে বিক্রম গোখলে, অমিতাভ বচ্চনের খুব কাছের মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। দুই অভিনেতা এবং অভিনেত্রীর উদ্দেশ্যে বলিউডের শাহেনশা লিখলেন,"আমাদের কাছে দিনগুলি বড়ই বেদনার মনে হচ্ছে। জীবনের রঙ্গমঞ্চে অভিনয় করে সবাই এক এক করে মঞ্চ ছাড়ছে।"
হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেত্রী তবসুম প্রয়াত হন চলতি মাসের ১৯ তারিখে। অন্যদিকে, মাল্টি অর্গান ফেলিওরে পুণেতে অভিনেতা বিক্রম গোখলে (Vikram Gokhale) প্রয়াত হন গত ২৬ নভেম্বর। এই দুই অভিনেতা-অভিনেত্রীর পাশাপাশি তিনি স্মরণ করেন আরও বিশিষ্টজনদের, যাঁরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলতি বছরে প্রয়াত হয়েছেন। ব্লগে আরও লিখলেন, "দিনের পর দিন সমাজের শিল্পী এবং অন্যান্য প্রতিভারা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন....আমরা কষ্ট পাচ্ছি...আমাদের বন্ধু, ঘনিষ্ঠজন চলে যাচ্ছে.. আমরা চোখের সামনে কেবল দেখছি। তবসুম, বিক্রম গোখলে এবং আরও কত জন, এসেছিলেন আমাদের কাছে, তাঁদের অনুপস্থিতি আমরা প্রতিমুহূর্তে অনুভব করব।"
আরও পড়ুন: অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না 'বিগ বি'-র নাম-ছবি-কণ্ঠস্বর, নির্দেশ দিল্লি হাইকোর্টের
অসংখ্য হিন্দি এবং মারাঠি ছবিতে অভিনয় করেছেন বিক্রম গোখলে (Vikram Gokhale)। অমিতাভ বচ্চনের সঙ্গে একাধিক হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। যার মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলি হল অগ্নিপথ (১৯৯০) এবং খুদা গওয়া (১৯৯২)। এই অভিনেতা গত শনিবার মারা যান পুণে হাসপাতালে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। ২০২০ সালে একটি মারাঠি ছবিতে বিক্রম গোখলের সঙ্গে শেষবারের মত অভিনয় করতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। তাঁর অনুরোধেই ওই ছবিতে বচ্চন সাহেব অভিনয় করেছিলেন বলে পরবর্তীকালে জানিয়েছিলেন প্রয়াত অভিনেতা বিক্রম গোখলে (Vikram Gokhale)।
অন্যদিকে, শিশু শিল্পী হিসেবে অনেক হিন্দি ছবিতে অভিনয় করেছেন তবসুম। যার মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলি হল বাইজু বাওড়া এবং মুঘল-এ-আজম। এছাড়া, রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। পরবর্তীকালে, ভারতীয় টেলিভিশনের পর্দায় তিনি প্রথম রিয়্যালিটি টক শো এনেছিলেন। তাঁর ওই শোয়ের নাম ছিল "ফুল খিলে হ্যায় গুলশন গুলশন"। এই শো তাঁকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায়। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৮ বছর।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।