img

Follow us on

Saturday, Nov 23, 2024

Aamir Khan: বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে 'লাল সিং চাড্ডা', পারিশ্রমিকে 'না' আমিরের

ট্রেলার রিলিজের পর থেকেই এই ছবিকে বয়কটের ডাক দিয়েছে নেটপাড়ার একাংশ।

img

আমির খান

  2022-09-01 18:29:48

মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর গত ১১ অগাস্ট বড়পর্দায় মুক্তি পেয়েছে 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha)। আমির খানের এই ছবিকে ঘিরে বহু আশা ছিল তাঁর অনুরাগীদের। কিন্তু বক্স অফিসে একেবারেই মুখ থুবড়ে পড়েছে ছবিটি। পুরোপুরি ব্যর্থ হয়েছে। আর এর জন্যই আমির খান এক সিদ্ধান্ত নিলেন। ছবির ব্যর্থতার কারণেই আমির খান জানিয়েছেন, তিনি তাঁর পারিশ্রমিক নেবেন না, বরং তিনি ক্ষতিপূরণ দিতেও রাজি।

বিভিন্ন সূত্র অনুয়ায়ী জানা গিয়েছে, ‘লাল সিং চাড্ডা’ সিনেমা তৈরি করতে প্রায় ১৮০ কোটি টাকা খরচ হয়েছে আর সেখানে এই ছবি বক্স অফিসে শেষ পর্যন্ত ৬০ কোটির গণ্ডিও পেরোতে পারেনি। এর ফলে ছবি নির্মাতাদের ক্ষতি হয়ছে ১০০ কোটি টাকার মতো। জানা গিয়েছে,  ছবি ব্যবসা করতে না পারায় নিজের পারিশ্রমিক নিচ্ছেন না আমির খান। অভিনেতা মনে করেছেন এমন সিদ্ধান্তে প্রযোজকদের ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমবে।

আরও পড়ুন: "আমার ছবি বয়কট করবেন না", নেটিজেনদের অনুরোধ আমির খানের

এক সংবাদমাধ্যমে জানা গিয়েছে, আমির খান তাঁর পারিশ্রমিক নিলে Viacom18 Studios ১০০ কোটি টাকা লোকসান করবেন, আর যদি আমির খান কোনও টাকা না নেন, তবে তাঁদের লোকসানের পরিমাণও কমবে। আরও জানা গিয়েছে, আমির প্রায় চার বছর এই ছবির পেছনে দিয়েছেন, কিন্তু এরপরেও বক্স অফিসে ব্যবসা করতে পারেনি। কিন্তু তিনি ব্যর্থতার সম্পূর্ণ দোষ নিজের উপর নিয়ে সমস্ত ক্ষতি শোধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

তাঁর এই সিদ্ধান্তে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। আমির খানের (Aamir Khan) বহু প্রতীক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha) মূলত টম হ্যাঙ্কসের 'ফরেস্ট গাম্প' ছবির এটি অফিশিয়াল হিন্দি রিমেক। ছবিটি মুক্তি পাওয়ার আগেই ছবিটিকে বয়কটের ডাক দিয়েছিলেন নেট নাগরিকরা। ট্রেলার রিলিজের পর থেকেই এই ছবিকে বয়কটের ডাক দিয়েছে নেটপাড়ার একাংশ। ট্যুইটারে ট্রেন্ড করছে #BoycottLaalSinghChaddha। আর এরই ফলস্বরূপ এমন পরিস্থিতি।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর অনুরোধে আসাম সফর পিছিয়ে দিলেন আমির খান, জানেন কেন?

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

 

Tags:

Aamir Khan

Lal Singh Chaddha Controversy

Lal Singh Chaddha


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর