মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে শাপমোচন। নির্বাসন মুক্ত হল ভারতীয় ফুটবল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF)উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা (FIFA)। অতএব এবার আবার সমস্ত আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করতে পারবে ভারত। এমনকী অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রেও আর বাধা রইল না।
আরও পড়ুন: কেন্দ্রের আবেদন মেনে ফিফার নিয়মকে মান্যতা শীর্ষ আদালতের! সিওএ বাতিলের নির্দেশ
কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে গত ২২ অগাস্ট দিল্লি আদালত দ্বারা গঠিত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (COA) ভেঙে দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তারপরই নরম হয় ফিফা। শীর্ষ আদালত, প্রশাসক কমিটি ভেঙে দেওয়ায় AIFF-এর দৈনন্দিন কাজের দায়িত্ব ফিরে আসে ভারপ্রাপ্ত সহ সচিব সুনন্দ ধর ও তাঁর নেতৃত্বাধীন দলের উপর। এরপরই ফিফার কাছে নির্বাসন তুলে নিতে অনুরোধ জানায় ফেডারেশন। এআইএফএফের অনুরোধে সাড়া দিয়ে শুক্রবার ব্যান তুলে নেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। সোশ্যাল মিডিয়ায় ফিফার তরফে সে খবর জানিয়েও দেওয়া হয়।
FIFA lifts suspension of All India Football Federation
— FIFA Media (@fifamedia) August 26, 2022
More here 👉 https://t.co/GV7VBP7TC9 pic.twitter.com/tfGdy9UrnK
এর ফলে আগামী ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর নির্ধারিত সূচি মেনেই ভারতে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল হবে। ব্যানের কারণে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা আর রইল না। একইসঙ্গে AFC Cup খেলতেও আর বাধা রইল না এটিকে মোহনবাগানের।
Wonderful news. FiFA lifts ban on Indian Football pic.twitter.com/srcmaJQnAt
— Bhaichung Bhutia (@bhaichung15) August 26, 2022
ভারতীয় ফুটবলের উপর থেকে ফিফা নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় খুশি প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া। ট্যুইট বার্তায় তিনি জানান, এটি একটি দারুণ খবর। ভারতীয় ফুটবল এবার মসৃণ ভাবে এগোতে পারবে।
Delighted to share the Bureau of the FIFA Council decided today to lift the suspension of the AIFF with immediate effect.
— Anurag Thakur (@ianuragthakur) August 26, 2022
The FIFA U-17 Women’s World Cup 2022 scheduled to take place on 11-30 October 2022 will be held in India as planned !
A victory for all football ⚽️ fans!
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানান এটা ভারতীয় ফুটবলের জয়। দেশের কোটি কোটি ফুটবল অনুরাগীদের লড়াই সফল হল। ভারতীয় ফুটবল নিজের গতিতে এগোতে পারবে বলে জানান তিনি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours