FIFA World Cup: বিশ্বকাপের ফাইনালে ‘শান্তির বার্তা’ দিতে চেয়েছিলেন জেলেনস্কি, অনুরোধ খারিজ করল ফিফা

FIFA World Cup: ফিফার ধারণা, জেলেনস্কি বিশ্বকাপের মঞ্চকে রাশিয়া বিরোধী প্রচারের জন্য ব্যবহার করতে চাইছেন।
fifa_(1)
fifa_(1)

মাধ্যম নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপের (FIFA World Cup) মঞ্চকে ব্যবহার করে বিশ্ববাসীকে ‘শান্তির বার্তা’ দিতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার, বিশ্বকাপের ফাইনালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তব্য রাখতে চেয়েছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট। কিন্তু ইউক্রেনের সেই অনুরোধ নাকচ করে দিল ফিফা। বিশ্বকাপকে কোনওরকম রাজনৈতিক কারণে ব্যবহার করা হোক, এমনটা চাইছেন না ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো।

বিশ্বকাপে শান্তির বার্তা দিতে চেয়েছিলেন জেলেনস্কি

আজ ফিফা বিশ্বকাপের (FIFA World Cup) ফাইনাল ম্যাচ। ফলে একদিকে যেমন মহাসমারোহের সঙ্গে আয়োজন করা হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২২। তেমনি অন্যদিকে, ইউক্রেনে রাশিয়ার দানবীয় আক্রমণ বেড়েই চলেছে। দু’দিন আগেই একের পর এক মিসাইল হামলা চালিয়েছে রুশ বাহিনী। সূত্রের খবর, ৭০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র কিয়েভকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর হতে চলেছে। তবুও পুতিন বাহিনীর থামার নাম নেই। ফলে এই পরিস্থিতিতে ফিফা বিশ্বকাপ ফুটবলের মঞ্চ থেকে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু তাঁর অনুরোধ রাখল না। জানা গিয়েছে, ফিফা তাঁর অনুরোধ ফিরিয়ে দিয়েছে।

আরও পড়ুন: হিজাব বিরোধী আন্দোলনের সমর্থনে শাস্তি! গ্রেফতার অস্কারজয়ী সিনেমার অভিনেত্রী

ফিফার প্রেসিডেন্টের তরফে কী বলা হয়েছে?

ফিফার ধারণা জেলেনস্কি বিশ্বকাপের (FIFA World Cup) মঞ্চকে রাশিয়া বিরোধী প্রচারের জন্য ব্যবহার করতে চাইছেন। সেটার অনুমতি দিলে ফিফার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠবে। তাছাড়া বিশ্বকাপের বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সেকারণেই ইউক্রেন প্রেসিডেন্টের অনুরোধ অগ্রাহ্য করে দেওয়া হয়েছে ফিফার তরফে। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো (Gianni Infantino) জানিয়ে দিয়েছেন, “ফিফা আন্তর্জাতিক সংগঠন। আমরা কখনই কোনও বিষয়ে কাউকে আলাদা চোখে দেখতে পারি না। আমাদের সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে।” তবে এখনও জেলেনস্কি ফিফার সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন বলে সূত্রের দাবি।

ফিফা (FIFA World Cup) প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, লক্ষ লক্ষ ফ্যান যাঁরা টিভিতে খেলা দেখছেন, তাঁদের নিজস্ব কিছু ভাবনা রয়েছে। তাঁরা শুধু ৯০ থেকে ১২০ মিনিট কোনও ভাবনা চিন্তা না করে সেই মুহূর্তগুলিকে আনন্দে উপভোগ করতে চান। আর তাই সেই জায়গায় কোনও রাজনৈতিক বার্তা দিতে চাননা ফিফা প্রেসিডেন্ট।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles