মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছে। শাসক দলের অনেক নেতা-মন্ত্রী এখন জেল খাটছেন। তৃণমূলের জমানাতেই ফের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে প্রতারণা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, প্রতারকের নাম নিতাই ঘোষ। চাকরি না পেয়ে প্রতারকের বাড়ির সামনে ধর্নায় বসলেন প্রতারিত যুবক সজল ঠাকুর। সোমবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট (Balurghat) শহরের চকভৃগু নদীপার উচ্চ বিদ্যালয় পাড়া এলাকায়। তবে,অভিযুক্ত ওই ব্যবসায়ী টাকা নেওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করেন।
প্রতারকের বাড়ির সামনে ধর্না (Balurghat)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতারক আগে ঠিকাদারি করলেও বর্তমানে অভিযুক্তর একটি তেলের মিল, গাড়ি ও কাঠের ব্যবসা রয়েছে। কিন্ত, এসবের পরেও তিনি নিজেকে প্রভাবশালী তকমা দিতেন। প্রশাসনের অনেক আধিকারিকের সঙ্গে আলাপের কথা বলতেন। সেই ফাঁদে পা দিয়েই এই যুবক প্রতারিত হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, চাকরি পাওয়ার আশায় ৫ লক্ষ ১৫ হাজার টাকা দিয়েছিলেন সজল ঠাকুর নামে প্রতারিত যুবক। সজলবাবুর বাড়ি তপন থানার করদহ এলাকায়। তিনি বলেন, চতুর্থ শ্রেণির কর্মী হিসেবে চাকরি পাইয়ে দেবে বলে বছর আড়াই আগে ৫ লক্ষ টাকা নেন নিতাই ঘোষ। কিন্ত, মেলেনি কোনও চাকরি। টাকাও ফেরত দেননি ওই ব্যক্তি। অবশেষে সোমবার বিকেলে তপন থেকে বালুরঘাটে (Balurghat) এসে ওই ব্যক্তির বাড়িতে আমি টাকা চাই। কিন্তু টাকা দিতে অস্বীকার আমি ধর্নায় বসে যাই নিতাই ঘোষের সদর দরজায়। তবে আগাম প্রস্তুতি হিসেবে তিনি একটি ফেস্টুন সঙ্গে নিয়ে এসেছিলাম। মুহূর্তে এলাকায় ভিড় জমে যায়। তিনি আরও বলেন, জমি বন্ধক রেখে আমি নগদ টাকার ব্যবস্থা করেছিলাম। বেশ কয়েকবার ভুয়ো নিয়োগপত্র দিয়েছিলেন নিতাই ঘোষ। কিন্ত, প্রতারণা ধরা পড়তেই তিনি টাকা দেবেন বলে জানান। বেশ কয়েকবার তাঁর পিছনে ঘুরেও টাকা পাইনি। অবশেষে এই পথ অবলম্বন ছাড়া আর উপায় ছিল না।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours