এই নতুন ফিচারের নাম হবে ভিউ ওয়ান্স
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: মার্ক জুকেরবার্গের মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) নিত্যনতুন ফিচারের ঝুলি নিয়ে হাজির। প্রতি সপ্তাহতেই আসছে নতুন নতুন ফিচার। কিছুদিন আগেও এল একটি ফিচার যেটির সাহায্যে মোবাইল ফোনে অন্য যে কোনও কাজ করতে করতে করা যাবে হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) ভিডিও কল। প্রায় দুই বছর আগে ২০২০ সালে এসেছিল একটি ফিচার ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, এবার ওই ফিচারেরই আপডেটের কাজ চলছে।
এই নতুন ফিচারের নাম হবে ভিউ ওয়ান্স। অর্থাৎ মেসেজ একবার দেখার পরেই ডিলিট হয়ে যাবে। যিনি পাঠাবেন তাঁর কাছেও, আবার যাঁকে পাঠানো হবে তাঁর কাছেও। এটা অবশ্য নতুন কিছু নয়, এর আগেও এমন ফিচার হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) এনেছে। সেটা এই বছরেই। আগের ফিচারটি ছিল অবশ্য ছবি এবং ভিডিও সংক্রান্ত। যেখানে ছবি বা ভিডিও একবার দেখামাত্রই ডিলিট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপের (WhatsApp New Feature) মাধ্যমে ছবি বা ভিডিও যখন অন্য ব্যবহারকারীদের পাঠানো হয় তখন সেই ছবি বা ভিডিও ফোনের গ্যালারিতে সেভ হয়ে যায়। ভিউ ওয়ান্স ফিচার ব্যবহার করে ছবি বা ভিডিও পাঠালে সেটা আর হবে না। এবার এই একই ফিচার হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) নিয়ে এল মেসেজের ক্ষেত্রে।
আরও পড়ুন: আবারও নতুন ফিচার হোয়াটসআপে, জানুন পিআইপি মোড সম্পর্কে
ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতেই হোয়াটসঅ্যাপের (WhatsApp New Feature) এই সিদ্ধান্ত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে আপাতত android version 2.22.25.20 মোবাইলের ক্ষেত্রেই শুধুমাত্র এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature)। ভিউ ওয়ান্সের জন্য আলাদা অপশন থাকবে হোয়াটসঅ্যাপে (WhatsApp New Feature)। মেসেজের ক্ষেত্রে কোনও স্ক্রিনশট নেওয়া যাবেনা। একবার দেখার পরেই তা ডিলিট হয়ে যাবে।
Tags: