img

Follow us on

Sunday, Jan 19, 2025

Apple: আইফোন ১৪ ছাড়া কী কী লঞ্চ হল অ্যাপেল ইভেন্টে, জানেন?

এই গ্যাজেটগুলোতে কী কী নতুন ফিচার এনেছে, তা বিস্তারিত জেনে নিন...

img

অ্যাপেল ইভেন্ট

  2022-09-08 12:18:23

মাধ্যম নিউজ জেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে লঞ্চ হল আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series)। বহুদিন ধরে অ্যাপেল ইভেন্টের জন্য আশায় বসেছিলেন 'আইফোন লাভার'। গতকাল, ৭ সেপ্টেম্বর অ্যাপেল ইভেন্টের আয়োজন করেছিল। অনেকদিন ধরেই আইফোন ১৪ সিরিজ নিয়ে আলোচনা চলছিল। তবে এদিন শুধুমাত্র স্মার্টফোন নয়, আইফোনের পাশাপাশি আরও অনেক গ্যাজেট লঞ্চ করেছে। তবে গতকালের এই ইভেন্টে মূল আকর্ষণ ছিল আইফোন ১৪ সিরিজ। ফলে আইফোন প্রেমীদের উৎসাহের কোনও শেষ ছিল না।

এই ইভেন্টে অ্যাপেল ৪টি মডেলের আইফোন লঞ্চ করেছে। এগুলো হল- আইফোন ১৪ (iPhone 14) এবং আইফোন ১৪ প্লাস (iPhone 14 Plus), আইফোন ১৪ প্রো (iPhone 14 Pro), আইফোন ১৪ প্রো ম্যাক্স (iPhone 14 Pro Max)। এর পাশাপাশি লঞ্চ হয়েছে অ্যাপেল ওয়াচ ৮ (Apple watch 8) , অ্যাপেল ওয়াচ এসই (Apple watch SE), অ্যাপেল ওয়াচ আলট্রা (Apple watch Ultra), এয়ারপড প্রো ২ (Airpods Pro 2)।

অ্যাপেল এই গ্যাজেটগুলোতে কী কী নতুন ফিচার এনেছে, তা বিস্তারিত দেখে নিন-

আইফোন ১৪

এই ফোনটিতে আইফোন ১৩ থেকে খুব একটা তফাত নেই। তবে এর মূল্য ৭৯৯ ডলার। প্রায় ৬৩,৭০০ টাকা। এতে A 15 সিস্টেমের চিপ ব্যবহার করা হয়েছে এবং এতে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আইফোন ১৪ মডেলে ৬.১ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে।

আইফোন ১৪ প্লাস

আইফোন ১৪ -এর বড় ভার্সনই হল আইউোন ১৪ প্লাস, এতে ৬.৭ ইঞ্চার ডিসপ্লে রয়েছে। তাছাড়া বাকি সব ফিচার আইফোন ১৪ -এর মতই। iPhone 14 Plus-এর দাম ৮৯৯ ডলার (প্রায় ৭১,৬০০ টাকা) থেকে শুরু হয়েছে।

আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স

আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স - একটি নতুন ডায়নামিক আইল্যান্ড নচ ডিজাইন নিয়ে এসেছে। আইফোন ১৪ প্রো তে ৬.১-ইঞ্চি ডিসপ্লে ও আইফোন ১৪ প্রো ম্যাক্সে ৬.৭-ইঞ্চি ডিসপ্লের থাকবে। উভয়ই অ্যাপল ফোনেই A16 বায়োনিক চিপসেট রয়েছে। এছাড়াও ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে। আইফোন ১৪ প্রো -এর দাম শুরু হচ্ছে ৯৯৯ ডলার (প্রায় ৭৯,৬০০ টাকা), যেখানে আইফোন ১৪ প্রো ম্যাক্স এর দাম শুরু হচ্ছে ১০৯৯ ডলার (প্রায় ৮৭,৬০০ টাকা)।

আরও পড়ুন: নিলাম হল ২০০৭ সালের প্রথম প্রজন্মের আইফোন! দাম শুনলে অবাক হবেন...

অ্যাপেল ওয়াচ ৮

এই ওয়াচে থাকবে অল ডে ব্যাটারি লাইফ।  এর দাম শুরু হবে  ৩৯৯ ডলার (প্রায় ৩১,৮০০ টাকা) থেকে। কেবল GPS  ফিচার এই দামে পাওয়া যাবে। এছাড়াও স্লিপ ট্র্যাকিং, ইসিজি, ব্লাড অক্সিজেন ট্র্যাকিং ছাড়াও টেমপারেচার ট্র্যাকিং থাকছে এই ওয়াচ সিরিজে। মহিলাদের পিরিয়ড সাইকেলের বিষয়েও সতর্ক করবে এই স্মার্টওয়াচ।

অ্যাপেল ওয়াচ এসই

সিরিজ ৮-এর মতো একই মোশন সেন্সর, ক্র্যাশ ডিটেকটর বৈশিষ্ট্যগুলিও রয়েছে৷ GPS -এর জন্য এটির দাম ২৪৯ ডলার অর্থাৎ প্রায় ১৯,৯০০ টাকা।

অ্যাপেল ওয়াচ আলট্রা

অ্যাপলের দাবি, সবথেকে টেকসই স্মার্টওয়াচ হতে চলেছে আল্ট্রা। এর দাম শুরু হচ্ছে ৭৯৯ ডলার (প্রায় ৬৩,৭০০ টাকা) থেকে।

এয়ারপডস প্রো ২

অ্যাপেল সংস্থা তাদের লঞ্চ ইভেন্টে নতুন এয়ারপডস প্রো ২ লঞ্চ করেছে। এতে স্প্যাশিয়াল অডিও এবং আরও ভাল নয়েজ ক্যানসেলেশনের প্রযুক্তি ছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। AirPods Pro 2-এর দাম রাখা হয়েছে ২৪৯ ডলার (প্রায় ১৯,৯০০ টাকা)। এটির ৬ ঘণ্টার ব্যাটারি লাইফ।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Apple

Apple Event

iPhone 14 launch

Apple Event 2022


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর