img

Follow us on

Saturday, Jan 18, 2025

Competition Commission of India: একচেটিয়া বাজার দখলের অভিযোগে গুগলকে জরিমানা করল ভারত সরকার

Competition Commission of India: কেন্দ্রীয় সংস্থাটি মার্কিন সার্চ ইঞ্জিন জায়েন্ট টেক কোম্পানিটিকে ১৩৩৭ কোটি ৭৬ লক্ষ কোটি টাকা (16.2 কোটি মার্কিন ডলার) জরিমানা করেছে...

img

প্রতীকী ছবি

  2022-10-21 17:57:10

মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সংস্থা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (Competition Commission of India) গুগলকে নিজের ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে জরিমানা করেছে। বর্তমানে ইন্টারনেটের যুগে গুগল ছাড়া এ পা চলা সম্ভব নয়। বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইল দুনিয়ায় গুগলের মতো টেকজায়েন্ট সংস্থাটি বাজারে প্রভাব খাটিয়ে প্রতিযোগিতার শর্তকে লঙ্ঘন করেছিল বলে মনে করেন কেন্দ্রীয় সরকারের সংস্থাটি।কেন্দ্রের অধীনস্থ জাতীয় প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা (CCI) মার্কিন সার্চ ইঞ্জিন জায়েন্ট টেক কোম্পানিটিকে ১৩৩৭ কোটি ৭৬ লক্ষ কোটি টাকা (16.2 কোটি মার্কিন ডলার) জরিমানা করেছে। ইতিমধ্যেই CCI -এর অফিশিয়াল ওয়েবসাইটে এই জরিমানার কারণ জানিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

আচমকাই কেন গুগলকে জরিমানা করা হল?

জাতীয় প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, অ্যাপস ও বিভিন্ন প্রোগ্রাম চালানোর জন্য প্রতিটি মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের (Android Operating System) প্রয়োজন। ২০০৫ সাল থেকেই এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম গুগলের (Google) মালিকানাধীন। ফোন প্রস্তুতকারী কোম্পানিগুলোকে তাদের ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম  ব্যবহার করতে গুগল বাধ্য করেছে বলে অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে।

এছাড়াও গুগলের একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার করার চুক্তিতে সাক্ষর করতে বাধ্য করা হয় মোবাইল প্রস্তুত কারক সংস্থাগুলিকে।

ফলে বিভিন্ন ফোনে প্রথম থেকে ক্রোম ব্রাউজার (Google Chrome), গুগল সার্চ ইঞ্জিন আগে থেকেই ইনস্টল থাকে। যা প্রতিযোগীদের থেকে গুগলকে (Google) আগে থেকেই এগিয়ে দেয়। সিসিআই আরও জানিয়েছে Android ফোনগুলিতে প্রথম থেকে ইনস্টল থাকে ইউটিউব (YouTube) । এই অ্যাপ থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে গুগল । ফলে অন্যান্য ভিডিয়ো স্ট্রিমিং অ্যাপ অনেকটা পিছিয়ে পড়ে। স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে লিখিত চুক্তি করার ফলেই প্রতিযোগীদের বাজারে প্রবেশে প্রতিবন্ধকরা সৃষ্টি করে গুগল। এবং এই প্রক্রিয়ায় বিপুল পরিমাণ লাভবান হয় মার্কিন সংস্থাটি।

সিসিআই জানিয়েছে, নতুন ফোন সেট আপ করার সময় সার্চ ইঞ্জিন পছন্দের অপশন দিতে হবে গ্রাহককে। এছাড়াও সাইড লোডিংয়ের মাধ্যমে (APK ফাইল থেকে) অ্যাপ ইনস্টল থেকে ডেভেলপারদের বাধা দেওয়া যাবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। গুগল প্লে স্টোর (Google Play Store) ছাড়া বাইরে থেকেও অ্যাপ ইনস্টলের ব্যবস্থা রাখতে হবে গুগলকে। সুরক্ষার দোহাই দিয়ে দীর্ঘদিন ধরেই অ্যাপ সাইড লোডিং করতে মানা করে আসছে গুগল।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Google

YouTube

Google Chrome

Competition Commission of India

Android Operating System

CCI

Search engine


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর