img

Follow us on

Saturday, Jan 18, 2025

Cyber Attack: সাধের ফোনটিকে দুর্বৃত্তদের হাত থেকে সুরক্ষিত রাখবেন কীভাবে? এই রইল উপায়

Cyber Attack: অহরহই সাইবার অপরাধের শিকার হতে হয় আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোনগুলিকে

img

কীভাবে সাইবার হানা থেকে বাঁচাবেন প্রিয় ফোনটিকে? (প্রতীকী চিত্র)

  2022-05-04 13:05:29

মাধ্যম নিউজ ডেস্ক: মোবাইল ফোনও এখন জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। যত দিন যাচ্ছে মানুষের হাতের মুঠোয় থাকা যন্ত্রটির প্রতি নির্ভরতা বাড়ছে। আর একই সঙ্গে বাড়ছে সাইবার ক্রাইমের (cyber crime) ঘটনাও। ম্যালওয়্যারের (malware) মাধ্যমে খুব সহজেই দুর্বৃত্তরা আপনার আইফোন (iPhone) বা অ্যান্ড্রয়েড (Android) ফোনটিকে নিজেদের কব্জায় করে নিতে পারে। এই ভাইরাসটি আপনার মোবাইলের দুর্বল জায়গাগুলিকে লক্ষ্য করে আক্রমণ চালায়। 

ফলস্বরূপ Data mining, Financial gain, network corruption- এর মতো সমস্যায় পড়তে হয় আপনার সাধের ফোনটিকে। যদিও বেশিরভাগ অ্যাপে তথ্য আদান প্রদানের সুবিধা থাকে না। কিন্তু কিছু কিছু অ্যাপের তথ্য চুরি করার বদনাম আছে।  অহরহই সাইবার ক্রাইমের শিকার হতে হয় আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোনগুলিকে।

জেনে নিন কী করে বেআইনি অনুপ্রবেশ থেকে বাঁচাবেন আপনার ফোনটিকে--

১। অবাঞ্ছিত পপআপ বা লিঙ্কে ক্লিক করবেন না। এমন সামাজিক মাধ্যমে মেসেজ, ইমেল এবং টেক্সট মেসেজও ফাঁদ হতে পারে।

২। অনুমোদিত জায়গা থেকেই একমাত্র অ্যাপ ইনস্টল করুন। যেমন গুগল প্লেস্টোর বা অ্যাপেলের অ্যাপস্টোর। অ্যাপটি ডাউনলোড করার আগে তার বিষয়ে বিশদে জেনে নিন। 

৩। ফোনে জেল ব্রেকিং বা মডিফাই করা এড়িয়ে চলুন।

৪। অ্যাপ ইনস্টল (App Install) করার আগে দেখে নিন কোন কোন অ্যাপে ঢোকার অনুমতি দিচ্ছেন সেই অ্যাপকে।

৫। ফোনে তথ্যের ব্যাকআপ (Data backup) রাখুন এবং সবসময় আপনার ফোনের সফটওয়্যার আধুনিকতম ভার্সানে  আপডেটেড (software update) রাখুন।

৬। ফোনে সবসময় নজর রাখুন। কোন সন্দেহজনক ঘটনা ঘটছে কি না সেদিকে খেয়াল রাখুন।  

৭। অপটিমাইজিং এবং ক্লিনিং অ্যাপ ইনস্টল করা এড়িয়ে চলুন। ২০২০- তে এই অ্যাপগুলি থেকেই সবচেয়ে বেশি ম্যালওয়্যার ছড়িয়েছিল।

 

Tags:

malware

How to protect your phone

How to protect your phone from cyber attack

Cyber Crime

Mobile Virus

Cyber Attack

How to protect your phone from malware

Phone Hacking

How to stop phone hacking


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর