Cyber Scam: টেলিকম অপারেটরের প্রতিনিধি সেজে ব্যক্তিগত তথ্য যেমন ব্যাঙ্ক ডিটেইলস চাইতে পারে...
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে ৫ জি পরিষেবা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অক্টোবর মাসের প্রথম দিনেই ৫ জি নেটওয়ার্কের উদ্বোধন করেছেন। বর্তমানে ভারতে রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল ৫ জি পরিষেবা শুরু করেছে। পরবর্তী প্রজন্ম ৫জি পরিষেবা চালু হবার পর থেকেই বর্তমানে ৪জি ব্যবহারকারীরা তাঁদের ডিভাইসে ৫ জি চালু করার জন্য বিভিন্ন উপায় খুঁজে চলেছেন।
আরও পড়ুন: হ্যাকিংয়ের থেকে বাঁচাতে গুগল নিয়ে আসছে ফিঙ্গারপ্রিন্ট ফিচার
সাইবার জালিয়াতরা (Cyber Scam ) এই সুযোগকে কাজ লাগিয়ে টেলিকম অপারেটর কোম্পানির আধিকারিক সেজে গ্রাহকদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেবার চেষ্টা করছে।
এই প্রতারকরা ৫জির নাম করে একটি লিঙ্ক পাঠাচ্ছে। লিঙ্ক ওপেন করলেই ফোন হ্যাক হইয়ে যাবার আশঙ্কা থাকছে। এছাড়াও অপারেটর কোম্পানির আধিকারিকের নাম করে ফোন করে ব্যক্তিগত তথ্য চাইছে। এমনকি অনেক সময় ওটিপি শেয়ার করতে বলা হচ্ছে এই ভাবে একাধিক মানুষ প্রতারনার শিকার হচ্ছেন।
#5G Scam Alert!
— Information & PR, Kathua (@DiprKathua) October 10, 2022
'5G upgrade' messages are draining bank accounts.
Beware of #5G related #Cyber Frauds.@diprjk @infjammu @OfficeOfLGJandK @Divcomjammu @districtadmkat1 @CBCKathua @Cyberdost @CyberJammu @Cyberpolicekmr @KathuaPolice @ddiprjammu @PIBSrinagar @Jammu_SmartCity pic.twitter.com/Ms68SCjHgG
">
আরও পড়ুন: ইউজাররা সাবধান! হ্যাক করা হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ
বর্তমানে প্রতিটি রাজ্যের পুলিশ ৫জি স্ক্যামের (5G SIM Scam) এই খবর বাইরে আসার পর থেকেই সাধারণ মানুষকে সতর্ক করেছেন। গুরুগাঁওয়ের পুলিশ বর্তমানে এই প্রতারণা হাত থেকে বাঁচতে জনসচেতনতা মূলক প্রোগ্রাম চালু করেছে।
#साइबर अपराध जागरूकता माह के 14वें दिन पुलिस थाना सैक्टर-56,गुरुग्राम की अलग-2 पुलिस टीमों ने विभिन्न स्थानों पर जाकर लोगों को किया जागरूक।#पुलिस टीमों द्वारा लोगों को साइबर अपराध की हेल्पलाइन नंबर 1930,महिला हेल्पलाइन नंबर 1091,डायल 112 व दुर्गा शक्ति ऐप के बारे में भी बताया। pic.twitter.com/DiUHEwUwIf
— Gurugram Police (@gurgaonpolice) October 14, 2022
">
কেন্দ্রীয় সরকারের টেলিকম মন্ত্রক অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে প্রতারণার কিছু পদ্ধতি কথা উল্লেখ করেছেন। এবং প্রতারণা থেকে বাঁচতে বলেছেন