Cyber Technology: অক্টোবরের মাঝামাঝিতে আনুষ্ঠানিকভাবে এই ফিচারটির ঘোষণা করতে পারে গুগল...
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া অনেক কিছুই আজ অকল্পনীয়।দিনে দিনে প্রযুক্তি আর ইন্টারনেটের চাহিদা এতো বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না।বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে টাকা লেনদেন হোক বা খবরাখবর সব কিছুতেই ইন্টারনেটের ভূমিকা (Cyber Technology) অপরিসীম। বর্তমান বিশ্বে গুগলের সাথে পরিচয় নেই এমন মানুষ মেলা ভার।বর্তমানে জনপ্রিয় টেক জায়ান্ট গুগলকে ছাড়া আমরা এক পা ও চলতে পারি না। জনপ্রিয় এই সংস্থাটির ইন্টারনেট ব্রাউজার নাম গুগল ক্রোম (Google Chrome)। বর্তমানে কম্পিউটার ও মোবাইলের প্রায় কয়েক কোটি ব্যবহারকারীরা প্রতিনিয়তই এই ব্রাউজারটিকে ব্যবহার করছে।
প্রতিদিনই কয়েকলক্ষ মানুষ সাইবার হানায় (Cyber Technology) সর্বস্ব খুঁইয়ে দিচ্ছেন।সেই কারণে গুগল প্রতিদিনই ব্যবহারকারীদের সূরক্ষার কথা মাথায় রেখে নিত্য নতুন ফিচার যোগ করছে। বর্তমানে হ্যাকিং ঠেকাতে জনপ্রিয় ব্রাউজার (Google Chrome) এবার নিয়ে আসছে ফিংগারপ্রিন্ট লগইন সুবিধা।
Today we're also releasing passkey support @FIDOAlliance for developers on @Android & @googlechrome. This is on the heels of the #passwordless announcement we made earlier this year and in celebration of #CybersecurityAwarenessMonth https://t.co/FhwHVw9OEi
— mark risher (@mrisher) October 12, 2022
">
নতুন এই পদ্ধতিতে ব্যবহারকারীরা তাদের ম্যাকবুক ও অ্যান্ড্রয়েড ফোনে পাসওয়ার্ডের পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশনে যেতে পারবেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে এই সিস্টেমটির নাম দেওয়া হয়েছে পাসকি(Passkeys)। এই পাসকির মাধ্যমে অনেক পাসওয়ার্ড একসাথে নিরাপদ প্রতিস্থাপন করা সম্ভব। পাসকিগুলি বিভিন্ন অপারেটিং সিস্টেম (Operating System) এবং ব্রাউজার ইকোসিস্টেম জুড়ে কাজ করার জন্য তৈরি করা হয়েছে এবং ওয়েবসাইট এবং অ্যাপ উভয়ের জন্যই ব্যবহার করা যেতে পারে। গুগল ক্রোমে (Google Chrome) ফিঙ্গারপ্রিন্ট সুবিধা যুক্ত করায় এখন আর আগের মতো পাসওয়ার্ড টাইপ করে ক্রোমে যেতে হবে না। এটি আগের চেয়ে বেশি নিরাপদ বলেও জানায় মাধ্যমটি।
গুগল ইতোমধ্যে ক্রোমের (Google Chrome) ৭০ বেটা সংস্করণে যোগ করেছে ফিচারটি। গুগল অক্টোবরের মাঝামাঝিতে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে এই ফিচারটি।