img

Follow us on

Thursday, Nov 21, 2024

Elon Musk: এবার তিন রংয়ে মিলবে ট্যুইটারের ভেরিফায়েড অ্যাকাউন্ট, কি কি জানেন?

সরকার অনুমোদিত অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে...

img

প্রতীকী ছবি।

  2022-12-13 17:38:20

মাধ্যম নিউজ ডেস্ক: এবার তিন রংয়ে মিলবে ট্যুইটারের (Twitter) ভেরিফায়েড অ্যাকাউন্ট। এই তিনটি রং হল গোল্ড চেক, গ্রে চেক এবং ব্লু। এতদিন প্রত্যেক ভেরিফায়েড অ্যাকাউন্টে (Verified Account) ব্লু টিক থাকত। এনিয়ে যে রদবদল হবে, তা নভেম্বর মাসেই ঘোষণা করেছিলেন ট্যুইটারের সিইও ইলন মাস্ক (Elon Musk)। সেই মতো তিনি জানিয়ে দিলেন, এবার থেকে কোম্পানির জন্য গোল্ড চেক, সরকারের জন্য গ্রে চেক এবং ব্যক্তি বিশেষের জন্য ব্লু। কোনও চেক অ্যাক্টিভেট করার আগে ম্যানুয়ালি তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। জানা গিয়েছে, গোল্ড এবং ব্লু টিক এখনই দেখা যায়। সরকার অনুমোদিত অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে গ্রে টিক রিফ্লেকটেড হওয়া প্রয়োজন।

রংয়ের ব্যবহার...

এর আগে মাস্ক বিভিন্ন সংস্থা ও ব্যক্তি বিশেষের ভেরিফায়েড অ্যকাউন্টের জন্য বিভিন্ন রংয়ের ব্যবহারের কখা জানিয়েছিলেন। তবে তখন বলেননি কোন রং কীভাবে ব্যবহার করা হবে। প্রশ্ন হল, তাহলে কী ট্যুইটার ফ্রি হয়ে গেল? ট্যুইটার ব্লু রিলঞ্চ করতে হলে অ্যান্ড্রয়েড ইউজারদের প্রতি মাসে গুণতে হবে ৮ ডলার করে, ভারতীয় মুদ্রায় ৬৬১ টাকা ৮০ পয়সা। আইফোন ইউজারদের ক্ষেত্রে এর পরিমাণ দাঁড়াবে প্রতি মাসে ১১ ডলার, ভারতীয় মুদ্রায় ৯০৯ টাকা ৯৭ পয়সা। ইলন মাস্ক আগেই ঘোষণা করেছিলেন, এই যে ৮ ডলারের কথা বলা হচ্ছে, এটা ফিক্সড নয়। এটা দেশ থেকে দেশান্তরে বাড়তে পারে। কোনও দেশের জনতার ক্রয় ক্ষমতা দেখে স্থির করা হবে এর দর। এই কারণে ভারতীয়দের অ্যাকাউন্ট ৬৬২ টাকা নয়, শুরু হতে পারে ৭১৯ টাকা থেকে।

আরও পড়ুন: ‘মোদিকে খুন করতে প্রস্তুত হোন’, মন্তব্যের জেরে গ্রেফতার কংগ্রেস নেতা

প্রসঙ্গত, বিভিন্ন ইউজারের ক্ষেত্রে বিভিন্ন রংয়ের টিক মার্ক চালু করার পর মাস্ক (Elon Musk) লিখেছেন, এটা যন্ত্রণাদায়ক, কিন্তু প্রয়োজনীয়। মাস্ক জানান, ট্যুইটার ব্লু-র মূল পরিকল্পনা হল অর্ধেকটা বিজ্ঞাপণ রাখা। একটি ট্যুইটে তিনি প্রত্যুত্তর দেন, আগামী বছর আমরা একটি হায়ার টায়ার শুরু করব, যাতে কোনও বিজ্ঞাপণ থাকবে না। বট অ্যাকাউন্টের (Bot Account) ক্ষেত্রে কী হবে? সোমবার এই পরিবর্তনের কথা ঘোষণার আগে পর্যন্ত ডিসেম্বরের ১২ তারখে মাস্ক বট অ্যাকাউন্ট নিয়ে ট্যুইট করতে গিয়ে বলেন, সব বটকে (অ্যাকাউন্ট)ডাকছি। দয়া করে আমাকে আক্রমণ কর।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

 

Tags:

Twitter

Elon Musk

Bengali news

Verified Account

Bot Account


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর