img

Follow us on

Saturday, Jan 18, 2025

Google Individual Account: যত খুশি ছবি, ফাইল রাখুন গুগল ওয়ার্কস্পেসে, নতুন আপডেটে স্টোরেজ বেড়ে হবে ১ টিবি

কীভাবে স্টোরেজ ১ টিবি হবে, জানুন...

img

Google Individual Account

  2022-11-01 22:16:21

মাধ্যম নিউজ ডেস্ক: একটা সময় ছিল যখন কোনও ছবি, জরুরী ফাইল, ভিডিও সবকিছুর জন্য পেনড্রাইভ ব্যবহার করতে হত। তবে গুগলের ফলে গুগল অ্যাকাউন্টে এখন কোনও ডেটা, ভিডিও সিকিওর করা বেশি সহজ হয়ে গিয়েছে। তবে এর স্টোরেজ খুবই সামান্য। ফলে এবারে গুগলের তরফে এমন এক খুশির খবর নিয়ে আসা হয়েছে, যার ফলে কোনও গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের কোনও জরুরী তথ্য রেখে দিতে সমস্যায় পড়তে হবে না। এবার থেকে গুগল ওয়ার্কস্পেস ইনডিভিজুয়াল অ্যাকাউন্টে (Google Individual Account) ক্লাউড স্টোরেজের জায়গা করা হবে ১টিবি।

ক্লাউড স্টোরেজে (Cloud Storage) আমাদের সমস্ত ডেটা নিরাপদে থাকে। শুধুমাত্র ইমেলের আইডি ও পাসওয়ার্ডটা মনে রাখলেই এখন সব তথ্য পাওয়া যায়। পরিবর্তিত সময়ের সঙ্গে গুগল (Google) নানারকম ফিচার্স আপডেট করে থাকে। ফলে এবারে এই আপডেট আনার ফলে ব্যবহারকারীদের যে সমস্যা সমাধান হবে তা বোঝাই যাচ্ছে। বর্তমানে ইউজারদের জন্য ১৫ জিবি ফ্রি স্টোরেজ বরাদ্দ করেছে গুগল। উল্লেখ্য, এই সীমিত পরিমাণ স্টোরেজের আওতায় আছে গুগল ফটোজ (Google Photos), জিমেল (Gmail) এবং গুগল ড্রাইভ (Google Drive)। অর্থাৎ, ব্যবহারকারীদের প্রয়োজনীয় যা কিছু আছে, সব ১৫ জিবি স্টোরেজ স্পেসের মধ্যেই সেভ করে রাখতে হবে। তবে আপডেট আসার পর থেকে এর স্টোরেজ হয়ে যাবে ১ টিবি অর্থাৎ ১০২৪ জিবি।

আরও পড়ুন: টিকটককে কেনার প্লানিং করছে গুগল! দেখুন বিস্তারিত

সম্প্রতি গুগল তার ব্লগপোস্টের মাধ্যমে ঘোষণা করেছে যে, তারা এখন ১৫ জিবি ফ্রি স্টোরেজের নির্ধারিত সীমা বাড়াতে চলেছে। টেক জায়েন্টটি জানিয়েছে, এখন তারা সমস্ত ব্যবহারকারীদেরকে ১৫ জিবির পরিবর্তে ১ টিবি ফ্রি স্টোরেজ ব্যবহার করার সুযোগ দেবে। অর্থাৎ, ১৫ জিবি ফ্রি স্টোরেজের পরিমাণ এক ধাক্কায় বেড়ে হয়ে যাচ্ছে ১ টিবি অর্থাৎ ১,০২৪ জিবি।

এই ক্ষেত্রে আরেকটি সুবিধা রয়েছে। জানা গিয়েছে, ইউজারদের কোনও আপডেট করতে হবে না। গুগল-এর তরফে জানানো হয়েছে যে, ইউজারদের অ্যাকাউন্ট স্টোরেজ একা একাই বৃদ্ধি পেয়ে ১ টিবি হয়ে যাবে। ফলে ব্যবহারকারীরা আগের মতোই নিজেদের গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্ট স্বচ্ছন্দে ব্যবহার করা চালিয়ে যেতে পারবেন।

Tags:

Google Individual Account

Google Workspace Account

Cloud storage


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর