জানেন কি কীভাবে দেখতে হবে টোল প্রাইস?
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: গুগল ম্যাপ (Google Map), ব্যবহারকারীদের জন্য নিয়ে আসল সুখবর। রুট দেখার পাশাপাশি, এবার থেকে দেখা যাবে টোল প্রাইসও(Toll Price)। দেখা যাবে ট্রাফিক লাইট, স্টপ সাইন। আপনি কি কখনও ভেবে দেখেছিলেন যে গুগল ম্যাপে টোল প্রাইসও দেখা যাবে? তবে এবারে সেটিই হতে চলেছে। এবার থেকে মানচিত্রটি আপনাকে রুট এবং টোলের দাম দেখাবে। বৈশিষ্ট্যটি প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র(United States), ভারত(India) এবং ইন্দোনেশিয়ার(Indonesia) ২০০০টিরও বেশি রাস্তার জন্য টোল প্রাইস অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে খুব শীঘ্রই অন্যান্য দেশের টোল প্রাইস অন্তর্ভুক্ত করা হবে। গুগল ম্যাপের নতুন এই বৈশিষ্ট্যটি অ্যান্ড্রয়েড(Android) ও আইওএস(iOS) উভয় ক্ষেত্রেই পাওয়া যাবে।
আরও পড়ুন: থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপে নিষেধাজ্ঞা জারি গুগলের
সম্প্রতি, গুগল(Google) থেকে একটি পোষ্টের মাধ্যমে জানানো হয়েছে যে, রাস্তা খারাপ অথবা ট্রাফিক জ্যামের জন্য আপনাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হত। কিন্তু এবার থেকে আপনি টোল রাস্তা বা নিয়মিত রাস্তার মধ্যে বেছে নিতে পারেন, সঙ্গে টোল প্রাইসও দেখে নিতে পারবেন। ফলে এতে যাতায়াতকে আরও সহজ করে তুলবে বলে আশা করা হচ্ছে, কারণ এটি ব্যবহারকারীদের তাদের রুট আরও ভালভাবে বুঝতে সুবিধে হবে।
তবে জানেন কি কীভাবে দেখতে পারবেন টোল প্রাইস?
গুগল ম্যাপে টোলের দাম দেখতে, আপনাকে নেভিগেশন সেটিংসে গিয়ে ‘টোল পাসের দাম দেখুন’ অপশনটি ক্লিক করতে হবে। ব্যবহারকারীরা ‘রুট বিকল্প’-এর ‘টোল রোড এড়িয়ে চলুন’ ক্লিক করে টোল রোড এবং নিয়মিত রাস্তাগুলির মধ্যে বেছে নিতে পারবেন।
আরও পড়ুন: অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে চিন্তিত? হোয়াটসঅ্যাপ নিয়ে এল এই নতুন ফিচার
গুগল প্রথম এপ্রিলে টোলের দাম দেখাতে শুরু করে। সেই সময়ে, এটি যাত্রীদের টোল রাস্তা এবং অন্যান্য রাস্তার মধ্যে বেছে নিতে সাহায্য করার উদ্দেশ্যে ছিল। কিন্তু এখন এটি যাত্রা শুরুর আগে গন্তব্যের আনুমানিক টোল প্রাইস দেখাবে। সুতরাং জনগণের যাতায়াতের সুবিধের জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে ও এই নতুন বৈশিষ্ট্যটি অন্তর্ভুক্ত করা হয়েছে।