img

Follow us on

Sunday, Jan 19, 2025

Google Meet: 'গুগল মিট'-এ আসতে চলেছে নতুন ফিচার, মিটিং-এ মিউট আনমিউট করা হবে আরও সহজ!

আর কী কী ফিচার নিয়ে এসেছে গুগল মিট দেখে নিন...

img

প্রতীকী ছবি

  2022-08-30 14:21:37

মাধ্যম নিউজ ডেস্ক: গুগল মিট (Google Meet) নিয়ে এসেছে তাদের নতুন ফিচার। গুগল মিট ভার্চুয়ালি মিটিং করার জন্য খুবই জনপ্রিয়। গুগল মিটে মিটিং চলাকালীন মাইক্রোফোন মিউট (Mute) ও আনমিউট (Unmute) করার অপশন আগেই দেওয়া হয়েছে গুগলের তরফে। কিন্তু এবারে মিউট ও আনমিউট করার ক্ষেত্রে এক পরিবর্তন নিয়ে এসেছে গুগল। এবারে মিউট করা হবে আরও সহজ, তাড়াতাড়ি ও নিরাপদ।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলা হবে আরও মজাদার! দেখা যাবে গ্রুপ সদস্যের প্রোফাইল ফটো

মিউট ও আনমিউট করার জন্য এবারে আর মিউট অপশনে যেতে হবে না। কিবোর্ডের স্পেসবারে (Spacebar) লং প্রেস করলেই আনমিউট হয়ে যাবে ও স্পেসবারটি ছেড়ে দিলেই আবার মিউট হয়ে যাবে। বর্তমানে গুগল মিটে মিটিং চলাকালীন কোনও কথা বলতে গেলে মিউট করার অপশনে ক্লিক করতে হয় তারপরেই মাইক্রোফোন অন হয় অর্থাৎ আনমিউট হয়। আবার অনেক সময় অনেকেই আনমিউট করে পরে মিউট করতেও ভুলে যায়, সেক্ষেত্রেও অন্য রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তাই এবারে মিউট আনমিউট করা ব্যবহারকারীদের জন্য আরও বেশি সহজ করা হল।

আরও পড়ুন: গুগলের নয়া পলিসিতে বাড়বে সুরক্ষা, ফের প্লে স্টোরে যুক্ত করা হবে 'অ্যাপ পারমিশন'

তবে এই মিউট-আনমিউট ফিচার ছাড়াও গুগল থেকে জানানো হয়েছে, গুগল মিটেও ‘Hey Google’ ভয়েস কন্ট্রোল চলবে। তবে যখন স্মার্টফোনে কোনও রকম মিটিং চলবে না তখনই গুগল অ্যাসিস্টেন্ট অ্যাক্টিভ থাকবে ও মিটিং শুরু হওয়ার ১০ মিনিট আগে পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। সম্প্রতি গত মাসেই গুগল মিটে এক ফিচার নিয়ে আসার কথা বলা হয়েছিল। এই ফিচারে বলা হয়েছে এবার থেকে ইউটউবে লাইভস্ট্রিম করা যাবে গুগল মিটের মিটিং। অর্থাৎ একসঙ্গে অনেকে মিলে গুগল মিটের মাধ্যমে যখন ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত হলে, তখন সেই মিটিং সরাসরি ভাবে ইউটিউবে স্ট্রিম করা বা দেখানো যাবে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Google

Google Meet

Google Meet feature