গুগল অ্যাকাউন্টটি সময়ে সময়ে ব্যাক আপ করতে হয়। নয়তো, আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলি হারিয়ে যেতে পারে।
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: আজকের আধুনিক যুগে আমাদের সবার হাতেই স্মার্টফোন রয়েছে। এটা আমাদের জীবনের একটি বিশাল অংশ হয়ে উঠেছে। একটি স্মার্টফোন কেনার সময়, আমাদের এটিতে আমাদের গুগল অ্যাকাউন্ট (Google Account)) সেটআপ করতে বলা হয়। আপনার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, ফাইল, ফটো এবং ভিডিও এই অ্যাকাউন্টেই সংরক্ষিত করে রাখা হয়।
কিন্তু আপনি কি জানেন যে আপনার গুগল অ্যাকাউন্টটিও সময়ে সময়ে ব্যাক আপ করতে হবে। যদি আপনি এটি না করেন, তাহলে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলিও হারিয়ে যেতে পারে। ফলে ফোনে গুগল অ্যাকাউন্ট ব্যাকআপ রাখা খুবই প্রয়োজনীয়। যদিও, প্রায় সব স্মার্টফোনই একাই অ্যাকাউন্টের ব্যাকআপ নিয়ে নেয়, কিন্তু তারপরও আপনার জন্য ম্যানুয়ালি চেক করাটা খুবই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: নেটওয়ার্ক ছাড়াই ফোন কল! অ্যান্ড্রয়েট ১৪-এ গুগল নিয়ে আসতে চলেছে স্যাটেলাইট কানেক্টিভিটি
কীভাবে গুগল অ্যাকাউন্টে তথ্য ব্যাকআপ নেবেন?
ব্যাকআপ নেওয়ার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। আপনাকে যা করতে হবে তা হল, ফোনের সেটিংসে যেতে হবে। তারপর গুগল অপশনে গিয়ে Backup -এ ক্লিক করুন। আপনি যদি আপনার স্মার্টফোনে Backup By Google অপশনটি সক্রিয় না দেখতে পান তবে এটি সক্ষম করুন। এটির সাহায্যে, আপনার স্মার্টফোনে উপস্থিত সমস্ত ডেটা গুগল অ্যাকাউন্টে সংরক্ষণ করা হয়ে যাবে।
কীভাবে আপনার জিমেইল একাউন্টও ব্যাকআপ করবেন?