img

Follow us on

Sunday, Jan 19, 2025

Google Account: ফোনের তথ্য গুগল অ্যাকাউন্টে ব্যাক-আপ নেবেন কীভাবে? রইল ধাপে ধাপে পদ্ধতি

গুগল অ্যাকাউন্টটি সময়ে সময়ে ব্যাক আপ করতে হয়। নয়তো, আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলি হারিয়ে যেতে পারে।

img

প্রতীকী ছবি

  2022-09-13 09:54:17

মাধ্যম নিউজ ডেস্ক: আজকের আধুনিক যুগে আমাদের সবার হাতেই স্মার্টফোন রয়েছে। এটা আমাদের জীবনের একটি বিশাল অংশ হয়ে উঠেছে। একটি স্মার্টফোন কেনার সময়, আমাদের এটিতে আমাদের গুগল অ্যাকাউন্ট (Google Account)) সেটআপ করতে বলা হয়। আপনার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, ফাইল, ফটো এবং ভিডিও এই অ্যাকাউন্টেই সংরক্ষিত করে রাখা হয়।

কিন্তু আপনি কি জানেন যে আপনার গুগল অ্যাকাউন্টটিও সময়ে সময়ে ব্যাক আপ করতে হবে। যদি আপনি এটি না করেন, তাহলে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলিও হারিয়ে যেতে পারে। ফলে ফোনে গুগল অ্যাকাউন্ট ব্যাকআপ রাখা খুবই প্রয়োজনীয়। যদিও, প্রায় সব স্মার্টফোনই একাই অ্যাকাউন্টের ব্যাকআপ নিয়ে নেয়, কিন্তু তারপরও আপনার জন্য ম্যানুয়ালি চেক করাটা খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: নেটওয়ার্ক ছাড়াই ফোন কল! অ্যান্ড্রয়েট ১৪-এ গুগল নিয়ে আসতে চলেছে স্যাটেলাইট কানেক্টিভিটি

কীভাবে গুগল অ্যাকাউন্টে তথ্য ব্যাকআপ নেবেন?

ব্যাকআপ নেওয়ার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। আপনাকে যা করতে হবে তা হল, ফোনের সেটিংসে যেতে হবে। তারপর গুগল অপশনে গিয়ে Backup -এ ক্লিক করুন। আপনি যদি আপনার স্মার্টফোনে Backup By Google অপশনটি সক্রিয় না দেখতে পান তবে এটি সক্ষম করুন। এটির সাহায্যে, আপনার স্মার্টফোনে উপস্থিত সমস্ত ডেটা গুগল অ্যাকাউন্টে সংরক্ষণ করা হয়ে যাবে।

কীভাবে আপনার জিমেইল একাউন্টও ব্যাকআপ করবেন? 

  • প্রথমে আপনার ডেস্কটপ/স্মার্টফোনে myaccount.google.com খুলুন।
  • Privacy and Personalization অপশনে ক্লিক করুন।
  • আপনার ডেটা এবং প্রাইভেসি সেটিংস-এ ক্লিক করুন।
  • নিচে স্ক্রোল করুন এবং ডাটা ডাউনলোড/ডিলিট অপশনে যান।
  • এরপর ডাউনলোড ডেটা অপশনে ক্লিক করুন।
  • তারপরে আপনাকে Google Takeout  পেজে রিডিরেক্ট করা হবে।
  • আপনি যে Google পরিষেবাটি ডাউনলোড করতে চান না সেটি ডিসিলেক্ট করতে পারেন৷ উদাহরণস্বরূপ, আপনি যদি Gmail থেকে ডেটা ডাউনলোড করতে চান তবে অন্যান্য সমস্ত বিকল্প থেকে সিলেক্টটি সরিয়ে দিন।
  • এর পর Next Step অপশনে ক্লিক করুন।
  • এর পরে নীচে দেওয়া ছোট অ্যারোতে ক্লিক করুন।
  • এবারে আপনি চাইলে, আপনি আপনার পছন্দের কম্প্রেশন (.zip বা .tgz) এবং আকারেও তথ্য ডাউনলোড করতে পারেন।

Tags:

Google Account Backup

Google Account

Gmail Account Backup

Gmail Account


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর