img

Follow us on

Wednesday, Nov 27, 2024

WhatsApp Tricks: লুকিয়ে অন্যের হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখতে চান? এর পদ্ধতি জেনে নিন

বন্ধুদের না জানিয়ে গোপনে তাঁদের স্টেটাস দেখুন, অপরদিকে তাঁরা কিচ্ছু টের পাবেন না।

img

প্রতীকী ছবি

  2022-08-18 14:43:13

মাধ্যম নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি আজকাল অনেক অফিসিয়াল কাজও হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হয়ে থাকে। এছাড়াও মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ প্রতিনিয়তই ইউজারদের জন্য নতুন নতুন মজাদার ফিচার নিয়ে আসে। হোয়াটসঅ্যাপের ফিচারের মধ্যে একটি অন্যতম জনপ্রিয় ফিচার হল 'স্টেটাস'। ছবি এবং ভিডিও অনেকেই দেয় স্টেটাসে। তবে ২৪ ঘণ্টা পর তা অদৃশ্যও হয়ে যায়।

কিন্তু অনেকেই আছেন যে যারা হোয়াটসঅ্যাপে লুকিয়ে কারও স্টেটাস দেখতে চান, অর্থাৎ আপনি তার স্টেটাস দেখলেও সেই ব্যক্তি জানতে পারবে না। এবার থেকে বন্ধুদের না জানিয়ে গোপনে তাঁদের স্টোটাসও দেখতে পারবেন। কিন্তু কীভাবে, আসুন জেনে নেওয়া যাক-

আরও পড়ুন: টেলিগ্রামেও রয়েছে 'সিডিউল মেসেজ' ফিচার! জানুন কীভাবে মেসেজ সিডিউল করবেন ...

গোপনে কীভাবে অন্যের স্টেটাস দেখবেন?

অ্যাপে রিড রিসিপ্ট (Read Recipet) অপশনটি বন্ধ করলেই লুকিয়ে দেখতে পারবেন স্টেটাস। এছাড়াও অফলাইন হয়ে বা Incognito Mode-এও হোয়াটসঅ্যাপের স্টেটাস দেখতে পারেন। আবার স্টেটাস হোয়াটসঅ্যাপ থেকে ডিরেক্টলি না দেখে hidden WhatsApp Status folder থেকেও দেখতে পারেন। সুতরাং অনেক পদ্ধতিই আছে, যার ফলে আপনি স্টেটাস দেখলেও অন্য কেউ জানতে পারবে না।

হোয়াটসঅ্যাপে রিড রিসিপ্ট কীভাবে বন্ধ করবেন?

এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অনেকেই ডাবল ব্লু টিকও বন্ধ করে রাখেন।

  • প্রথমে Android বা iOS ডিভাইসে WhatsApp খুলুন।
  • উপরের ডানদিকে কোণায় ডট-এ ট্যাপ করে সেটিংসে ক্লিক করুন এবং অ্যাকাউন্টে ক্লিক করুন।
  • এরপর প্রাইভেসি অপশনটি ক্লিক করুন এবং রিড রিসিপ্ট ডিসএবল করুন।
  •  

কীভাবে অফলাইন হবেন বা Incognito Mode চালু করবেন?

ইউজাররা স্টেটাস দেখার আগে ডেটা বন্ধ করতে পারেন বা ব্রাউজারের মাধ্যমে মোবাইলে Incognito Mode-এ WhatsApp ব্যবহার করতে পারেন। এইভাবে ব্যবহারকারীরা অফলাইনে থাকবেন এবং অন্য ব্যক্তিকে না জানিয়ে হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখতে পাবেন। উল্লেখ্য, তবে ইউজাররা অনলাইনে ফিরে এলে অপর ব্যক্তি ওই ভিউটি দেখতে পাবেন। সুতরাং, এটি এড়াতে স্টেটাসের সময় শেষ হওয়ার ঠিক আগে এই পদ্ধতিটি ব্যবহার করুন।

ফোনের ফাইল ম্যানেজার থেকে কীভাবে হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখবেন?

Android ইউজাররা ফোনের ফাইল ম্যানেজারের (File Manager) হোয়াটসঅ্যাপ স্টেটাস ফোল্ডার (WhatsApp Status folder) থেকে দেখতে পারেন স্টেটাস। কারণ যখন আপনারা হোয়াটসঅ্যাপের স্টেটাস ট্যাবটি ওপেন করেন তখন অ্যাপটি সমস্ত স্টেটাস ডাউনলোড করে নেয়। এরফলে ডাউনলোড করা স্টেটাসগুলো আপনি দেখতে পারবেন এবং অন্যদিকে আপনার বন্ধুবান্ধব জানতেও পারবে না।

Tags:

WhatsApp

Whatsapp status

WhatsApp Tricks


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর