India 5g: ভারতে ৫ জি পরিষেবা পেতে গেলে নতুন ৫ জি সিম কার্ডের প্রয়োজন নেই...
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: অক্টোবর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে ৫ জি লঞ্চ করার সাথে সাথেই দেশ জুড়ে বিপুল সংখ্যক গ্রাহক ৫জি নেটওয়ার্কের স্বাদ পাওয়ায় অপেক্ষা করছে। রিলায়েন্স কোম্পানির জিও এবং এয়ারটেল বর্তমানে ভারতের মুখ্য শহর গুলিতে ৫জি নেটওয়ার্ক পরিষেবা চালু হলেও খুব তাড়াতাড়ি সারা ভারতে ৫জি কভারেজ শুরু হবে। বর্তমানে ৪জি থেকে ৫জিতে সিম আপগ্রেড করার নামে কিছু জালিয়াতরা গ্রাহকদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য জেনে ব্যাংক থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। তাই এমন প্রতারণার হাত থেকে বাঁচতে আপনার ৫জি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানা প্রয়োজন।
না, ভারতে ৫ জি পরিষেবা পেতে গেলে নতুন ৫ জি সিম কার্ডের প্রয়োজন নেই। জিও অফিসিয়ালি বিজ্ঞপ্তি জারী করে জানিয়েছে, জিও ব্যবহারকারীদের ৫ জি সিমে আপগ্রেড করার প্রয়োজন নেই।বর্তমান সিম থেকেই ৫জি পরিষেবার অভিজ্ঞতা পাওয়া যাবে। অপরদিকে এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া জানিয়েছেন, তাঁরা প্রাথমিক ভাবে ৫জি পরিষেবা দেবার জন্য ৪জি এলটিই সিমকেই ব্যবহার করবে।
জিও বা এয়ারটেল কেউই এখনও পর্যন্ত ৫জির প্ল্যান প্রকাশ করেনি। জিও তাদের কাস্টমারদের বর্তমান যে ৪জি প্ল্যানটি ব্যবহার করছে তার সাথে ২৪৯ টাকার মূল্যের একটি রিচার্জ করলেই ৫জি পরিষেবা সক্রিয় করে দিচ্ছে। অপরদিকে এয়ারটেল তাদের কাস্টমারদের জন্য এমনিতেই ৫জি পরিষেবা প্রদান করছে। এয়ারটেল ও জিও ভারতের আরও কিছু শহরে ৫ জি পরিষেবা লঞ্চ করার পরই তাদের প্ল্যান ঘোষণা করবে।
হ্যাঁ, ৪ জি সিম ৫জি ফোনে ব্যবহার যোগ্য। এমনকি ৩জি সিমও ৫ জি ফোনে ব্যবহার করা যাবে।
অক্টোবর মাসের ১ তারিখে ৫ জি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হবার পর। জিও ও এয়ারটেল কোম্পানি আনুষ্ঠানিক ভাবে ৫ জি পরিষেবা ভারতে শুরু করে। বর্তমানে এয়ারটেল কোম্পানি তাদের ৫জি পরিষেবা দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই, গুরুগাঁও এবং বারাণসীতে চালু করেছে। এবং জিও কোম্পানি দিল্লি, বারাণসী, কলকাতা এবং মুম্বাইতে তাদের পরিষেবা শুরু করেছে। রিলায়েন্স গ্রুপের কর্নধার তথা জিও কোম্পানির মালিক মুকেশ আম্বানি জানিয়েছেন, ২০২৩ সালের মধ্যে সারা ভারতে ৫জি পরিষেবা পৌঁছে যাবে।
প্রথমে আপনার জানা প্রয়োজন আপনার ফোনে ৫জি প্রযুক্তি সাপোর্ট করে কি না। যদি আপনার ফোনে ৫ জি প্রযুক্তি সাপোর্ট করে তাহলে আপনি যদি জিও সিমের কাস্টমার হল মাই জিও অ্যাপে গিয়ে ৫জি চালু হবার জন্য পরপর স্টেপগুলি ক্লিক করে ৫জি পরিষেবা চালু করতে পারেন। অপরদিকে আপনি যদি এয়ারটেল কোম্পানির গ্রাহক হন তাহলে আপনি এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে গিয়ে ৫জি পরিষেবা চালু করতে পারেন।
হ্যাঁ, ৫জি প্রাথমিকভাবে বেশি ব্যাটারি ব্যবহার করবে কারণ উচ্চ-গতির ডেটা ট্রান্সমিশনের কারণে যেকোনো ৫জি নেটওয়ার্ক ব্যবহার করার সময় আপনার আরও ব্যাটারি নিষ্কাশনের আশা করা উচিত। আজও, 4G LTE নেটওয়ার্কগুলি WiFi সংযোগের চেয়ে বেশি ব্যাটারি খরচ করে৷