img

Follow us on

Saturday, Jan 18, 2025

National Flag DP: 'হর ঘর তিরঙ্গা' বিভিন্ন সোশ্যাল মিডিয়া ডিপি-র সঠিক মাপ জানেন তো?

ডিপি পাল্টানোর সময় খেয়াল রাখতে হবে যাতে জাতীয় পতাকার কোনওপ্রকার অবমাননা যাতে না হয়...

img

ভারতীয় জাতীয় পতাকা

  2022-08-02 15:05:31

মাধ্যম নিউজ ডেস্ক:  স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচার অথবা ডিপি বদলের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ফেসবুক ও টুইটারে প্রোফাইল পিকচারে জাতীয় পতাকার (Indian National Flag) ছবি দেখা গিয়েছে। নিজের সোশ্যাল মিডিয়ার ছবি বদলে দেশের জনতাকেও প্রোফাইল পিকচারে জাতীয় পতাকার ছবি দিতে উদ্বুদ্ধ করেন তিনি । ৭৬ তম স্বাধীনতা দিবস (76th Independence Day) উপলক্ষে দেশের নাগরিকদের কাছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি করা পালন করার ডাক দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ছবিতে জাতীয় পতাকার ছবি দেওয়ার জন্য সকল দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন মোদি।      

">

ট্যুইটে মোদি লিখেছেন, “আজকের ২ অগস্ট দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। যখন আমরা আজাদি কা অমৃত মহোৎসব পালন করছি, তখন আমরা ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির মাধ্যমে জাতীয় পতাকাকে উদযাপন করব। সেই কারণে সব সোশ্যাল মিডিয়াতে আমার ডিপি বদলেছি এবং আপনাদেরও ছবি বদলানোর অনুরোধ করছি।” জাতীয় পতাকার নকশা প্রণয়নকারী পিঙ্গালি ভেঙ্কাইয়াকেও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে মোদি লেখেন, “জন্মবার্ষিকীতে পিঙ্গালি ভেঙ্কাইয়াকে শ্রদ্ধা নিবেদন করছি। জাতীয় পতাকা প্রদান করার জন্য আমাদের দেশ সারাজীবন তাঁর কাছে ঋণী থাকবে। জাতীয় পতাকা নিয়ে আমরা গর্বিত এবং তাঁর থেকে উদ্দীপনা নিয়ে আমরা দেশের উন্নতিতে কাজ করব।”   
 

এবার জেনে নিন কীভাবে জাতীয় পতাকায় বদলাবেন আপনার প্রোফাইল পিকচার? 

ফেসবুক

প্রথমে প্রোফাইল পিকচারে ট্যাপ করুন। তারপর 'Add Frame' করুন। 

তারপর 'Flags' অপশনে গিয়ে , তালিকায় 'India' - তে ক্লিক করুন।

তাহলেই ভারতের পতাকা আপনার প্রোফাইল পিকচার হিসেবে সেভ হয়ে যাবে। 

ইনস্টাগ্রাম

প্রোফাই আইকনে যান।

সেখানে গিয়ে চেঞ্জ প্রোফাইল ফটোতে গিয়ে আগে থেকে ডাউনলোড করা তেরঙ্গার ছবি সিলেক্ট করুন।

তাহলেই জাতীয় পতাকা চলে আসবে প্রোফাইলে।

হোয়াটসঅ্যাপ 

প্রোফাই ছবিতে যান।

সেখানে গিয়ে চেঞ্জ প্রোফাইল ফটোতে গিয়ে আগে থেকে ডাউনলোড করা তেরঙ্গার ছবি সিলেক্ট করুন।

তাহলেই জাতীয় পতাকা চলে আসবে প্রোফাইলে।

ট্যুইটার

একই ভাবে বদলাতে পারবেন ট্যুইটারের প্রোফাইল পিকচার। 

কিন্তু ছবি সেভ করলেই হবে না। খেয়াল রাখতে হবে কোনও ভাবেই যেন দেশের জাতীয় পতাকার অবমানতা না হয়। কারণ ছবির মাপ ঠিক না হলে যেকোনও জায়গা থেকে কেটে যেতে পারে ছবি। তাই কোন সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কত মাপের ডিপি দেওয়া যায় সেটা জেনে ছবি পছন্দ করুন। 

জেনে নিন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্যে কোন মাপের ছবি লাগবে? 

ফেসবুক: ১৭০/১৭০  পিক্সেল 
ট্যুইটার: ৪০০/৪০০ পিক্সেল 
ইনস্টাগ্রাম: ১৮০/১৮০ পিক্সেল 
হোয়াটসঅ্যাপ: ৫০০/৫০০ পিক্সেল 

 

Tags:

Social Media

Narendra Madi

Indian National Flag

Display Picture

Azadi ki Mahotsab 


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর