img

Follow us on

Thursday, Nov 21, 2024

Jio 5G: আগামী বছরেই দেশের সর্বত্র জিও ৫জি পরিষেবা, ঘোষণা মুকেশ আম্বানির

প্রথম এই সার্ভিস চালু হয়েছে নতুন দিল্লিতে

img

প্রতীকী ছবি

  2022-12-29 19:16:13

মাধ্যম নিউজ ডেস্ক: মুকেশ আম্বানি অভিনন্দন জানিয়েছেন jio টিমকে। দেশের মধ্যে এক নম্বর স্থান অধিকার করার জন্য। এদিন তার পাশাপাশি মুকেশ আম্বানি নতুন একটি জিও প্ল্যাটফর্ম তৈরি করার কথাও বলেছেন যেটির নাম হবে রিলায়েন্স জিও ইনফোকম এবং বিভিন্ন ধরনের ডিজিটাল সলিউশন প্রদান করাই এই কোম্পানির কাজ হবে। 
মুকেশ আম্বানির মতে, জিওর প্ল্যাটফর্ম ভারতের সবথেকে বড় প্ল্যাটফর্ম হবে এবং সেটি সমস্ত ধরনের ডিজিটাল সলিউশন প্রদান করবে দেশে এবং আন্তর্জাতিক বাজারে।
মুকেশ আম্বানি আরও যোগ করেন যে ২০২৩ সালে দেশের প্রতিটি প্রান্তে যখন Jio 5G সার্ভিস চালু হয়ে যাবে তখন উচ্চনীচ ভেদাভেদ বলে কিছু থাকবে না এবং প্রত্যেকটি প্রত্যন্ত গ্রামের মানুষেরা ভালোমানের শিক্ষা সমেত সমস্ত কিছুই পাবে।

চলতি বছরে কয়েক মাস আগে রিলায়েন্স জিও (Relience Jio) দেশে এনেছে 5G সার্ভিস। এই 5G সার্ভিসকে রিলায়েন্স নামকরণ করেছে ট্রু (True) 5G সার্ভিস। প্রথম এই সার্ভিস চালু হয়েছে নতুন দিল্লিতে, এবার মুকেশ আম্বানির সংস্থা লক্ষ্যমাত্রা রেখেছে  দেশের প্রত্যেকটি প্রান্তে Jio 5G সার্ভিসকে পৌঁছে দেওয়ার।

আরও পড়ুন: ফিরে দেখা সাল ২০২২! মহিলাদের স্বার্থে দেওয়া যুগান্তকারী কয়েকটি রায় শীর্ষ আদালতের

রিলায়েন্স জিও সূত্রে জানা গেছে যে দেশের সমস্ত প্রান্তে 5G সার্ভিস তারা পৌঁছে দেবে ডিসেম্বর ২০২৩ এর মধ্যেই।

নতুনভাবে কোন ১১ টি শহরে Jio 5G সার্ভিস চালু হল, সেটা এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

১) চন্ডিগড়

২) ত্রিবান্দ্রম

৩) মহীশূর

৪) লক্ষ্নৌ

৫) নাসিক

৬) ঔরঙ্গাবাদ

৭) মোহালি

৮) পাঁচকুলা

৯) জিরাকপুর

১০) খারর

১১) দেরাবাসসি

ইতিমধ্যে যে শহরগুলিতে Jio 5G সার্ভিস আগেই চালু হয়েছে সেই শহর গুলো দেখবো।
১) দিল্লি

২) মুম্বাই

৩) বারানসি

৪) কলকাতা

৫) বেঙ্গালুরু

৬) হায়দ্রাবাদ

৭) চেন্নাই

৮) নাথদ্বারা

৯) পুনে

১০) গুরগ্রাম

১১) নয়ডা

১২) গাজিয়াবাদ

১৩) ফরিদাবাদ

১৪) গুজরাটের সমস্ত জেলা শহর

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

Tags:

Jio 5G


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর