WhatsApp New Feature: কীভাবে কাজ করেবে এই ফিচার?
WhatsApp New Feature
মাধ্যম নিউজ ডেস্ক: জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের কাছে অ্যাপটি আরও সহজ ও আকর্ষণীয় করার জন্য প্রায় প্রতিদিনই নতুন নতুন ফিচার যুক্ত করে চলেছে (WhatsApp New Feature)। ফলে সম্প্রতি আরও একটি ফিচার নিয়ে হাজির মেটা কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটের নাম 'ডু নট ডিস্টার্ব' (Do Not Disturb)। আর কিছুদিন পর থেকেই 'ডু নট ডিস্টার্ব' সহ মিসড কল অ্যালার্টের সুবিধা পাওয়া যাবে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে। এর ফলে কোনও ইউজার যদি হোয়াটসঅ্যাপে ডু নট ডিস্টার্ব মোড (Do Not Disturb Mode) বেছে নিয়ে থাকেন এবং তখন তার কাছে কোনও হোয়াটসঅ্যাপ কল (Whatsapp Call) আসে, তাহলে সেটা তিনি পরে বুঝতে পারবেন।
ইউজারদের সুবিধার্থে সবসময় কিছু না কিছু প্রয়োজনীয় ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature)। এই ফিচারটি খুবই প্রয়োজনীয় ছিল ব্যবহারকারীদের জন্য। কারণ কেউ যদি হোয়াটসঅ্যাপের ডু নট ডিস্টার্ব মোড ফিচার বেছে নিয়ে থাকেন, তখন যদি কোনও ফোন আসে, তবে সে সেটি পরে বুঝতে পারবেন। সাধারণত ডু নট ডিস্টার্ব মোডে এই ফোন আসার নোটিফিকেশন না আসলে অনেককেই অসুবিধায় পড়তে হত। ফলে হোয়াটসঅ্যাপ এই কথা ভেবেই নতুন ফিচারটি অ্যাড করেছে। এই ফিচার চালু হয়ে গেলে ইউজাররা বোঝাতে পারবেন যে তাঁরা ইচ্ছে করে ফোনকল মিস করেননি। বরং এই মোডের জন্যই মিস হয়েছে কল।
Android Police- এর তরফে জানানো হয়েছে ইউজাররা মিসড কল হিস্ট্রি অর্থাৎ যেখানে সমস্ত মিসড কল দেখা যায়, সেখানে তার নীচেই একটি ট্যাগলাইন দেখতে পাবেন। সেখানে দেখা যাবে যে, ডু নট ডিস্টার্ব মোডের জন্য কোন কোন কল মিস হয়েছে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার! এবার লুকনো যাবে অনলাইন স্ট্যাটাসও
আপাতত বিটা টেস্টারদের জন্য এই ফিচার উপলব্ধ হয়েছে। গুগল প্লে বিটা প্রোগ্রামের মাধ্যমে কিছু বিটা টেস্টারদের জন্য ইতিমধ্যেই এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তবে অনুমান করা হয়েছে, খুব তাড়াতাড়ি সব হোয়াটসঅ্যাপ ইউজার এই ফিচার এবং আপডেট ব্যবহার করতে পারবেন (WhatsApp New Feature)।
উল্লেখ্য, সম্প্রতি, হোয়াটসঅ্যাপে ইউজারদের সুবিধার জন্য অনেক ফিচারই চালু হয়েছে। তার মধ্যে একটি হল হোয়াটসঅ্যাপ কমিউনিটি। আবার হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। এরপর আরও একাধিক আপডেটের ওপর কাজ করে চলেছে হোয়াটসঅ্যাপ। আগামী সময়ে যে নতুন ফিচারগুলি পাওয়া যাবে, তার মধ্যে পোল, এডিট, ভয়েজ স্ট্যাটাস আপডেট, হোয়াটসঅ্যাপ অবতার ফিচারের মতো বৈশিষ্ট্যও রয়েছে (WhatsApp New Feature)।
আরও পড়ুন: ভিডিও কলে একসঙ্গে ৩২ জন, গ্রুপে হাজারের বেশি লোক দেখুন হোয়াইসঅ্যাপের নতুন ফিচার
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।